ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা বলেন, ‘আজ মঙ্গলবার সকালে ধামরাইয়ের বালিথা এলাকায় ঢাকা থেকে আরিচাগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা শ্রমিকবাহী বাসের সংঘর্ষ হয়। এতে বাসের যাত্রীসহ অন্তত ৩৫ জন আহত হন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।’
সোহেল রানা আরও বলেন, ‘আরিচাগামী কাভার্ডভ্যানটি দ্রুতগতিতে ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি। কাভার্ডভ্যানের চালককেও আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।’