বাংলাদেশ দলের হেড কোচের পদ ছাড়ছেন ডমিঙ্গো – সম্প্রতি দেশের এক গণমাধ্যমে ডমিঙ্গোর ‘বিস্ফোরক’ বক্তব্যের পর তার পদত্যাগ নিয়ে গুঞ্জন রটে।
গুঞ্জনটি বেশি সময় স্থায়ী হয়নি। সুদূর আফ্রিকা থেকে এ প্রোটিয়া কোচ জানালেন, তিনি হেড কোচের পদ ছাড়েননি।
ঢাকার একাধিক সংবাদমাধ্যমকে ডমিঙ্গো জানিয়েছেন, ‘আপনাদের জানাতে চাই যে, আমি এখনো পদত্যাগ করিনি। আমি বর্তমান প্রেক্ষাপট পরিবর্তনে বদ্ধপরিকর।’
এদিকে ডমিঙ্গো পদত্যাগ করেনি বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।
টানা ব্যর্থতার কারণে ডমিঙ্গোকে সম্প্রতি টি-টোয়েন্টি দলের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে বিসিবি। আপাতত তিনি বাংলাদেশের টেস্ট ও ওয়ানডে দলের প্রধান কোচ। তার সঙ্গে বিসিবির চুক্তি আগামী বছরের নভেম্বর পর্যন্ত।
যে কারণে তাকে ছাড়াই এশিয়া কাপ খেলতে আমিরাতে গিয়েছে টাইগাররা। অবসরে ডমিঙ্গো ঘুরতে গেছেন নিজের দেশ দক্ষিণ আফ্রিকায়।
এরইমধ্যে কয়েকটি সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়, বাংলাদেশ দলের কোচের পদ ছেড়ে দিয়েছেন ডমিঙ্গো।
সেই খবর ছড়িয়ে পড়ার মধ্যেই ডমিঙ্গো জানালেন, খবরটি সত্যি নয়।
তবে শুরু থেকেই সে খবর উড়িয়ে দিয়েছে বিসিবি। বিসিবির সিদ্ধান্ত নিয়ে ডমিঙ্গোর নেতিবাচক মন্তব্যের জন্য চিঠি তৈরি করা হচ্ছে বলে জানান জালাল ইউনুস।
এবার তিনি জানালেন, ডমিঙ্গোই হেড কোচ বাংলাদেশ দলের।
বৃহস্পতিবার বিসিবির এ কর্মকর্তা বললেন, ‘ডমিঙ্গো কোনো চিঠি বা পদত্যাগপত্র আমাদেরকে দেয়নি, মৌখিকভাবেও এই ধরনের কিছু বলেনি। সে আমাদের প্রধান কোচ, এখনও পর্যন্ত এটিই সত্যি। তার সঙ্গে আমাদের নিয়মিত কথা হচ্ছে। অক্টোবরে বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে সফরে সে দুবাই যাবে, এটাও চূড়ান্ত হয়ে আছে। নতুন আর কিছু হয়নি।’
Array