নিজস্ব প্রতিবেদক, দেশের স্বনামধন্য স্যাটেলাইট টেলিভিশন মোহনা টিভির পাবনা পূর্ব প্রতিনিধি ও আতাইকুলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের বিরুদ্ধে , আতাইকুলার এক নারীর সাথে বিয়ের প্রলোভন দেখিয়ে ১০ বছর অনৈতিক সম্পর্কের অভিযোগে গত ২৯ নভেম্বর ইকবাল কে আটক করে আতাইকুলা থানা পুলিশ, ভুক্তভোগী আতাইকুলার বিধবা মহিলা জানান , আমার স্বামী প্রায় ১০ বছর আগে স্টোক করে মারা যান, ইকবাল খেলাধুলা করার সুবাদে আতাইকুলা কলেজে খেলার মাঠে নিয়মিত আসা-যাওয়া করতো , কোন এক সময় আমার সাথে পরিচয় হয়, এবং সম্পর্কে রূপ নেয় আমার সন্তানাদি থাকায়, সে আমাকে বিয়ে করার কথা বলে সম্পর্ক দীর্ঘায়িত করে এবং আমাকে একটা ভুয়া কাবিনে স্বাক্ষর নিয়ে দীর্ঘদিন মেলামেশা করে , কিছুদিন পূর্বে হঠাৎ আমাকে না জানিয়েই বিয়ে করে ফেলে, এ বিষয়ে আমি তার সাথে জানতে চাইলে আমার সাথে সব রকম যোগাযোগ বন্ধ করে দেয়, তিনি আরো জানান আমার স্বামী মারা যাবার পর আমার পরিবার অন্যত্রে বিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু ইকবাল আমাকে কোথাও বিয়ে হতে দেয়নি, তার মিথ্যা প্রলোভনে আমার জিবন তছনছ হয়ে গেছে, আমি ওর কঠিন শাস্তি চাই, আতাইকুলা থানা পুলিশের সেকেন্ড অফিসার মিজানুর রহমান জানান, আতাইকুলা বাজারে ইকবাল নামে এক সাংবাদিককে কিছু লোকজন মারধর করছে খবর শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে তাকে থানা হেফাজতে নিয়ে আসি, মেয়ের সাথে আপস মীমাংসা হওয়ায় এবং অভিযোগ না থাকায় তাকে আমরা কিছুক্ষণ পর ছেড়ে দেই , স্থানীয় সূত্রে জানা গেছে দীর্ঘদিন অনৈতিক সম্পর্ক থাকার কারণে মেয়ের পরিবারের লোকজন সাংবাদিক ইকবালকে আতাইকুলা বাজারে আটক করে উত্তম মাধ্যম দিয়ে বিএনপি’র পার্টি অফিসে আটকে রাখে, আতাইকুলা থানা পুলিশ তাকে উদ্ধার করে থানায় আটক করলে, মেয়ে পক্ষকে পাঁচ লক্ষ টাকা জরিমানা ব্যাংক চেক দিয়ে , আতাইকুলা থানা থেকে ছারিয়ে নিয়ে যায়, এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে জানান রক্ষকই যখন ভক্ষকের ভূমিকা পালন করে তাহলে জাতি যাবে কোথায়,
Array
