পাবনা প্রতিনিধি আতাইকুলা ইউনিয়ন যুবদলের ৮ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ইব্রাহিম মৃধার বিরুদ্ধে, অন্যের জমি দখল জোরপূর্বক পুকুর খনন ও বিভিন্ন জনের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগ উঠেছে এ বিষয়ে আতাইকুলা থানায় অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার অভিযোগে আইয়ুব আলীর স্ত্রী উল্লেখ করেন,
১। মোঃ ইব্রাহীম হোসেন (৩০), পিতা- মোঃ আলা উদ্দিন মৃধা বাচ্চু, ২। মোঃ নাইন হোসেন (২৫), পিতা-আলাউদ্দিন খাঁ আলাই, ৩। মোঃ ইমরুল হোসেন (২৬), পিতা-মোঃ আলা উদ্দিন মৃধা বাচ্চু, সর্ব সাং-রঘুনাথপুর, থানা-আতাইকুলা, জেলা-পাবনাসহ অজ্ঞাতনামা-২/৩ জন সহ , বিবাদীগন কলহপ্রীয় ও সন্ত্রাসী প্রকৃতির লোক। আমার স্বামী একজন পাটের ব্যবসায়ী। সে ০৮/১০/২০২৫ খ্রিঃ তারিখ বিকালে তার ব্যবসায়িক কাজে আতাইকুলা বাজারের উদ্দেশ্যে রওনা হয়। বিবাদীগন পূর্ব শত্রুতার জের ধরে ইং ০৮/১০/২০২৫ খ্রিঃ বিকাল অনুমান ০৫:০০ ঘটিকার সময় আতাইকুলা থানাধীন আর-আতাইকুলা ইউপি আতাইকুলা বাজারের পিছনে আতাইকুলা প্রি-ক্যাডেট স্কুলের সামনে পাঁকা রাস্তার উপর পৌছিলে ধারালো চাকু, লোহার রড, জিআইপাইপ, লোহার হাতুড়ী নিয়ে বে-আইনী জনতায় দলবদ্ধ হয়ে আমার স্বামীর পথরোধ করতঃ আমার স্বামীকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। আমার স্বামী বিবাদীদেরকে গালিগালাজ করতে নিষেধ করলে ১নং বিবাদীর হুকুমে ৩নং বিবাদীর হাতে থাকা চাকু দিয়ে হত্যার উদ্দেশ্যে আমার স্বামীর পেটে আঘাত করে কাটা রক্তাক্ত জখম করে। ২নং বিবাদীর চাকুর আঘাতে আমার স্বামী মাটিতে লুটিয়ে পরলে ১নং বিবাদীর হাতে থাকা লোহার হাতুড়া দিয়ে হত্যার উদ্দেশ্যে আমার স্বামীর মাথায় আঘাত করে আমার স্বামী মাথা সড়িয়ে নিলে উক্ত আঘাতটি তার নাকে গেগে কাঁটা ও হাড় ভাংগা জখম হয়। ৩ নং বিবাদীর হাতে থাকা জিআই পাইপ দিয়ে আমার স্বামীর ডান হাত ও বাম হাতের কনুই ও পিঠে গুরুতর জখম করে। আমার স্বামীর ডাক চিৎকারে সাক্ষীগনসহ আরও অনেকে এগিয়ে আসলে ১নং ও ২নং বিবাদী আমার স্বামীর কাছে থাকা নগদ ১,৭৫,০০০/- টাকা এবং তার গলায় থাকা ১ ভরি একটি স্বর্ণের চেইন যাহার মূল্য-১,৯০,০০০/- টাকা এবং ১টি স্যামসন স্মার্ট ফোন যাহার মূল্য ১৭,০০০/- টাকা চুরি করে নিয়ে যায়। সকল বিবাদীগন আমার স্বামীকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রান নাশের হুমকি প্রদান করে দ্রুত চলে যায়। এছাড়াও জানা যায় যুবদল নেতা ইব্রাহিমের বিরুদ্ধে রঘুনাথপুর গ্রামের লোকমান মেম্বার মোজাহার আলীর ৬০ শতাংশ জমি জোরপূর্বক পুকুর কেটে দখল,পুটিগাড়ার আব্দুল্লার ৩০ শতক জমি দখল এবং বিভিন্ন জনের কাছে প্রতারনা করে জমি খারিজ করে দেওয়ার কথা বলে লক্ষাধিক টাকা নিয়ে জমি খারিজ না করে দেওয়ার অভিযোগ রয়েছে, ইব্রাহিম যুবদলের পরিচয়ে এসব কর্মকাণ্ড করে যাচ্ছে, এ বিষয়ে সাথে উপজেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদের কাছে জানতে চাইলে তিনি জানান যুবদলে চাঁদাবাজের কোন ঠাঁই নাই তথ্য প্রমান পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে, আতাইকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আলমগীর হোসেন জানান অভিযোগ পেয়েছি তদন্ত করা হচ্ছে অপরাধীকে অবশ্যই শাস্তির আওতায় আনা হবে।