উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
শারদীয় দুর্গোৎসব-২০২৫ উপলক্ষে কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ মাহফুজুর রহমান। বুধবার (০১ সেপ্টেম্বর) রাতে তিনি উপজেলার বিভিন্ন সার্বজনীন পূজা মণ্ডপ ঘুরে দেখেন এবং সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন।
পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন মোঃ বজলার রহমান
অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, কুড়িগ্রাম, উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিল্লুর রহমানসহ পুলিশ প্রশাসনের কর্মকর্তা ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব স্বপন কুমার সাহা সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় পুলিশ সুপার পূজামণ্ডপে উপস্থিত পূজারী ও স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নির্বিঘ্নে উৎসব উদযাপনের জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, “দুর্গোৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পুলিশ, আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। পূজামণ্ডপগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।”
পরে তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং আরতি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
পুলিশ সুপারের এ পরিদর্শনে পূজারী ও স্থানীয়দের মাঝে স্বস্তি নেমে আসে এবং উৎসবের আনন্দঘন আমেজ আরও বেড়ে যায়।
Array