ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে এলাকাবাসীর অর্থায়নে ঝাউবোনা বিএম কারিগরি কলেজের সামনে রাস্তার পশ্চিম পাশ দিয়ে ৩৯৬ ফিট পাইপ লাইন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগষ্ট) বেলা ১১টার দিকে প্রধান অতিথি হিসেবে পাইপলাইন নির্মাণ কাজের উদ্বোধন করেন ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মনিরুজ্জামান।
কলেজমোড় থেকে ঝাউবোনা,তাতিপারা,চরধরমপুরের রাস্তায় ড্রেনেজ ব্যবস্থা না থাকায় প্রতি বছর একটু বেশি বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে থেকে যায়। তাই রাস্তাটির ভাঙন লেগেই থাকতো। সেই রাস্তার পানি নিস্কাশনের জন্য ঝাউবোনা বিএম কারিগরি কলেজের অধ্যক্ষ রবিউল ইসলামের সার্বিক সহযোগিতায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামানের পরামর্শে পাইপলাইন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয় ।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা এলজিইডির প্রকৌশলী মো.আহরাম আলী,ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহিদুল ইসলাম,সাবেক ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিন,ঝাউবোনা বিএম কলেজের অধ্যক্ষ রবিউল ইসলামের মাতা জনাবা মোসা: রাবিয়া খাতুন,দলদলী ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক চুটু, ভোলাহাট সদর ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, শামসুল মেম্বার, আব্দুস সামাদ প্রমুখ।
Array