উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
“একটি করে গাছ লাগাই, স্বাস্থ্য ও পরিবেশ বাঁচাই”—এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরে অনুষ্ঠিত হলো গাছ বিতরণ কর্মসূচি।
রবিবার (০৪ আগস্ট ২০২৫) বিকেল ৪টায় উলিপুর পৌরসভার হযরত ফাতিমা (রাঃ) পৌর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করে পরিবেশবাদী সংগঠন অরণ্য-এর উলিপুর উপজেলা কমিটি।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অরণ্য সংগঠনের উপদেষ্টা মো. নুর আমিন।
আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, স্থানীয় শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ অরণ্য’র অন্যান্য সদস্যবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মো. নুর আমিন বলেন,
“আজকের প্রজন্মকে পরিবেশ রক্ষার প্রতি সচেতন করতে হবে। একটি গাছ মানে একটি জীবন। পরিবেশ সুরক্ষা ও স্বাস্থ্য সুরক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই।”
তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান, তারা যেন নিয়মিতভাবে গাছের যত্ন নেয় এবং অন্যদেরও গাছ লাগাতে উৎসাহিত করে।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন অতিথিবৃন্দ।
উল্লেখ্য, অরণ্য উলিপুর উপজেলা কমিটি দীর্ঘদিন ধরে পরিবেশ সুরক্ষায় সচেতনতামূলক কর্মসূচি, বৃক্ষরোপণ এবং গাছ বিতরণের মত কার্যক্রম চালিয়ে আসছে।
Array