ওসমানীনগর প্রতিনিধি ::
সিলেটের ওসমানীনগরে গলাচিপা সড়ক পাকাকরণ বাস্তবায়ন কমিটি গঠনের লক্ষ্যে এলাকাবাসির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টার দিকে উপজেলার সাদীপুর ইউনিয়নের চরগাঁও গ্রামে মাওলানা আব্দুল কাইয়ুম তাহফিজুল কোরআন সুন্নাহ মাদ্রাসার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় লামা তাজপুর-সুরিকোনা-মাধবপুর গলাচিপা সড়কের ৫কিলোমিটার পাকাকরণ বাস্তবায়নের লক্ষ্যে ওসমানীগরের সৈয়দপুর,লামাতাজপুর, পূর্ব তাজপুর, চরগাঁও, সুরিকোনা, ইসলামপুর, দক্ষিণ কালনীরচর ও নবীগঞ্জের গালিমপুর, মাধবপুর, পশ্চিম মাধবপুর (১০টি গ্রাম) থেকে প্রতিনিধি নিয়ে বাস্তবায়ন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
যুক্তরাজ্য প্রবাসী সুনাওর আলী ছনর এর সভাতিত্বে ও সৌদী আরব প্রবাসী বিএনপি নেতা হাফেজ শাহ ফুজায়েল আহমদ এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, নবীগঞ্জের দিগলবাগ ইউপি সদস্য মো. আকুল মিয়া, সমাজসেবক সৈয়দ হুমায়েল আহমদ, সৈয়দ হেলাল মিয়া,আফছর আহমদ, সৈয়দ রাজু আহমদ সুজিম, সৈয়দ দিলাল আহমদ, সৈয়দ রাজু আহমদ লিফসন, মো. মাহমদ, আব্দুল বশির, ময়নুল ইসলাম, মাওলানা বিন ইয়ামিন, মাওলানা আব্দুল আলিম, হাফেজ এবাদুর রহমান প্রমূখ।
Array