১৮ জুলাইকে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করায় আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক এম রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু।
এক বিবৃতিতে তিনি বলেন, “বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অধিকার আদায়ের আন্দোলনের পথচলা বহু দিনের। ১৮ জুলাই তারই একটি গৌরবময় অধ্যায়, যেদিন রাষ্ট্রক্ষমতার অপব্যবহার করে শিক্ষার্থীদের কণ্ঠরোধের চেষ্টা চালানো হয়েছিল।
কিন্তু গণতন্ত্র ও শিক্ষার পক্ষে অবস্থান নেওয়া সাহসী শিক্ষার্থীরা তা দৃঢ়ভাবে প্রতিরোধ করে। এ দিনটি আমাদের গণতান্ত্রিক চেতনাকে আরো শক্তিশালী করে।”
তিনি আরও বলেন, “ছাত্রদল সবসময় ছাত্রস্বার্থ, শিক্ষার সুষ্ঠু পরিবেশ এবং ক্যাম্পাসে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় বিশ্বাসী। ১৮ জুলাইয়ের ইতিহাস নতুন প্রজন্মকে সেই সংগ্রামের চেতনায় উজ্জীবিত করবে বলে আমি বিশ্বাস করি।”
২০২৪ সালের ১৭ই জুলাই কোটা সংস্কার আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যখন হল বন্ধ করে সাধারণ শিক্ষার্থীদের বাড়ি পাঠিয়ে দিয়ে আন্দোলন দমানোর চেষ্টা করে ঠিক তখনই ১৮ই জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে জোড়ালো অবস্থান নেয়। ২৪’শের কোটা সংস্কার আন্দোলনে সবচেয়ে বেশি প্রান দিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
Array