স্টাফ রিপোর্টার
লক্ষ্মীপুর-২ আসনের আওয়ামীলীগের এমপি প্রার্থীর পোলিং এজেন্টের দায়িত্ব পালন করেছেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল্লাহ আল খালেদ। বর্তমানের তিনি জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী।
জেলা ছাত্রদলের সহ-সভাপতি পদ থাকা সত্ত্বে শেখ হাসিনা সরকারের ১৫ বছরে আওয়ামীলীগের সুবিধাবোগী ছিলেন। আওয়ামীবিরোধী কোন আন্দোলন সংগ্রামে তার উপস্থিতি দেখা যায়নি বলে অভিযোগ করেছেন স্থানীয় ছাত্রদলের নেতারা। তাদের অভিযোগ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নয়ন এমপির সঙ্গে সখ্যতা ছিলো ছাত্রদল নেতা খালেকের। ২০২১ সালে নয়ন এমপির পোলিং এজেন্ট হিসেবে দালাল বাজার ইউনিয়নের মহেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পোলিং এজেন্ট হিসেবে কাজ করেছেন।
আওয়ামীলীগের সুবিধাভোগী হয়েও ৫ই আগষ্ট হাসিনার পতনের পর তিনি জেলা ছাত্রদল সভাপতি পদ ভাগিয়ে নিতে তৎপরতা শুরু করেন। ত্যাগী ছাত্রদল নেতাদের অভিযোগ- এমন সুবিধাভোগীদের কারণে দুর্দীনে ত্যাগী নেতাকর্মীরা আজ হতাশায় ভুগছেন।
এদিকে ছাত্রদল নেতা খালিদ ২০০৩ সালে এসএসসি পরীক্ষা দেয়। ২০১৬ সালে মাষ্টার্স শেষ করে শিক্ষাজীবন শেষ করলেও তিনি এখনো ৪০ বছর বয়সে জেলা ছাত্রদলের প্রার্থী হতে চাই।
সাধারণ ছাত্রদের দাবী, বুড়ো বয়সে ছাত্রদলের নেতা পদ পাওয়া হাস্যকর। তাদের নেতৃত্ব গেলে শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ কমে যাবে।
Array