অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
25th Jun 2025 8:29 am | অনলাইন সংস্করণ
ভোলাহাট প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় এক কিশোরী আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২৪ জুন) বিকাল ৪টার দিকে ভোলাহাট উপজেলার সদর ইউনিয়নের তেলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কিশোরীর নাম কারিমা (১৬)। তিনি ওই গ্রামের মৃত আমিন আলীর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে কারিমাকে তার নিজ বাড়ির গোয়াল ঘরে ওড়না দিয়ে তীরের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার মা। মেয়েকে ওই অবস্থায় দেখে চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে আসে এবং উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেণ।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
Array