ওসমানীনগর প্রতিনিধি::
“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি,নিজের জমি সুরক্ষিত রাখি” এই স্লোগানকে সামনে রেখে সিলেটের ওসমানীনগরে তিন দিন ব্যাপি ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল রবিবার সকাল ১২ টার দিকে উপজেলা পরিষদের প্রাঙ্গনে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।
পরে বর্ণাঢ্য র্যালী বের হয়ে পরিষদ চত্বর প্রদক্ষিণ করা হয়। এর আগে সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা উম্মে তামিমা, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রাজিব চক্রবর্তী, পরিসংখ্যান কর্মর্কতা সুব্রত রঞ্জন হাজরা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান,ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, সিনিয়র সহ-সভাপতি মো. কয়েছ মিয়া, সহ-সভাপতি আবু হানিফা, সাধারণ সম্পাদক কবির আহমদ, কোষাধ্যক্ষ এমদাদুর রহমান খান, দপ্তর সম্পাদক জিতু আহমদ,সাংবাদিক ইউনিয়ের সভাপতি মুহিব হাসান ও সাংবাদিক সাইফুল এম রেফুল ।
Array