ওসমানীনগর প্রতিনিধি::
সিলেটের ওসমানীনগরে বন্ধুমহলের সহযোগিতায় নতুন ঘর পেয়েছে গোয়ালাবাজার ইউনিয়নের ভূধরপুর গ্রামের সহজ সরল স্বভাবের নিরারণ। এত দিন ভাঙা ঘরে স্ত্রী সন্তান নিয়ে চরম দুর্ভোগে জীবন যাপন করে আসছিল সে। বিশেষ করে বৃষ্টির দিন চরম দুর্ভোহাতে হতো নিবারণের পরিবারকে। গতকাল বুধবার দুপুরে নিবারণের নতুন ঘরটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। আর এর মধ্য দিয়ে নিরারণের দুর্ভোগের সমাপ্তি ঘটেছে।
জানা যায়, ৩ মেয়ে ও স্ত্রীসহ ৫জনের সংসার সহজ-সরল স্বভাবের নিরারণের । স্থানীয় বাজারে মানুষের বাজার-সদাইয়ের ব্যাগ বহন করে উপার্জিত টাকা দিয়ে কোন মতে জীবন যাপন করে আসছে সে। তিন মেয়ের দুজন প্রাইমারিতে এবং একজন স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। ঘরের দুরবস্থার কারণে বৃষ্টির দিনে ঘরেই থাকতে পারতো না তারা। বিষয়টি জানতে পারে বন্ধুমহলের একাধিক সদস্য। শেষ পর্যন্ত বন্ধুমহল নিবারণের ঘরটি তৈরি করে দেয়ার উদ্যোগ নেয় এবং ২মাসে আধাপাঁকা একটি ঘর তৈরি করে উপহার দেয়। আর এই কাজে সবচেয়ে বেশি অবদান রাখেন প্রবাসী বন্ধু সঞ্চয়গুপ্ত।
গতকাল বুধবার ঘর হস্তান্তর অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন। ঘর হস্তান্তরকালে তিনি পরিবারটিকে জীবীকা নির্বাহ করতে আয়ের ব্যবস্থা করার জন্য সরকারি ভাবে একটি সেলাই মেশিন এবং প্রশিক্ষণ প্রদানের আশ্বাস দেন। এসময় বন্ধুমহলের বন্ধু সাংবাদিক আব্দুল মতিন, মোঃ আনোয়ার হোসেন আনা, কবির আহমদ, ব্যবসায়ি সুজন দব, অজিত দেব, আব্দুল মুমিন রিপন, স্বাস্থ্যকর্মী রফিক মিয়া, অঞ্জন দেবনাথ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা কর্মী রাজিব ভট্টাচার্য্য, দিলশাদ মিয়া, রিপন দেব, করুনা দেব, কবি দেব, হরিপদ ধর, গৌরাঙ্গ গুণ, রনজিৎ দেব, অনিল গুন, বিষু ধর, অন্তু দেব, বিদ্যুৎ ধর প্রমূখ।
উল্লেখ্য, ওসমানীনগরে গোয়ালাবাজাওে এসএসসি ৯৬-৯৭ ব্যাচের সহপাঠীদের মিলন মেলাই বন্ধুমহল নামে পরিচিত। বন্ধুমহলের বন্ধুরা সাধ্য মতো সমাজে বিভিন্ন মানবিক কাজ পরিচালনা করে আসছে। বন্ধুমহলের সামাজিক কর্মকান্ডে অনুপ্রাণিত হয়ে পরিচিত অনেকেই বন্ধুমহলের মিলন মেলায় সম্পৃক্ত হয়। বিভিন্ন ভালো কাজের জন্য এলাকায় বন্ধুমহলের বেশ সুনাম রয়েছে। বন্ধুমহলের সকল ভালো কাজের মূল শক্তি যোগিয়ে থাকেন প্রবাসে অবস্থানরত সঞ্চয়গুপ্ত, জামাল মিয়া, সেলিম আহমদ, আশরাফ আহমদ, আমিনুর রহমান, মশিউর রহমান মিশু, হেলাল আহমদ, দেলোয়ার হোসেন প্রমূখ।
Array