উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে উপজেলা ও পৌর বিএনপির সদ্য ঘোষিত আহবায়ক কমিটিকে পকেট কমিটি আখ্যা দিয়ে স্ব স্ব পদ হতে পদত্যাগ করেছেন ৪ জন নেতা।
শুক্রবার (১৬ মে) দুপুরে উপজেলা বিএনপি একাংশের উলিপুর বাজারস্থ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তারা পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগী নেতারা হচ্ছেন, দেওয়ান নুরেচ্ছাবা স্টার, আমিনুল ইসলাম ফুলু, মতলেবুর রহমান ও আমিনুল ইসলাম।
সংবাদ সম্মেলনে আমিনুল ইসলাম ফুলু লিখিত বক্তব্য পাঠ করে বলেন, সদ্য ঘোষিত আহবায়ক কমিটি পকেট কমিটি। উক্ত কমিটিতে আন্দোলন সংগ্রামে ত্যাগী নেতাদের মুল্যায়ন করা হয়নি। উল্টো ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসর জাতীয় পার্টির লোকজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সদ্য ঘোষিত কমিটির আহবায়ক তারিক আবু আলা চৌধুরী সম্পর্কে বলেন, বিগত আওয়ামী লীগ আমলে উলিপুরের রাজপথে ওই ব্যাক্তি কোন একদিন রাজনৈতিক কর্মসূচীতে দেখা যায়নি। তিনি ধানের শীষ প্রতীকে পৌর মেয়র নির্বাচিত হয়ে, আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি ও ৭ নং ওয়ার্ড কাউন্সিলর আনিছুর রহমানকে প্যানেল মেয়রের দায়িত্ব দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি তার লিখিত বক্তব্যে আরও বলেন, অনতিবিলম্বে উলিপুর উপজেলা ও পৌর পকেট কমিটি বাতিল করে ত্যাগী নেতাদের মূল্যায়ন করে পুনরায় কমিটি ঘোষণার দাবী করছি।
এসময় বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ার সংবাদকমীগণ উপস্থিত ছিলেন।
Array