• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সিরাজগঞ্জে আওয়ামী ছত্রছায়ায় জমি দখল ও মাদক ব্যবসার অভিযোগ বিকাশ ভাদুরির বিরুদ্ধে 

     অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক 
    04th May 2025 11:42 am  |  অনলাইন সংস্করণ

    সিরাজগঞ্জ প্রতিনিধি:
গত কয়েক বছর ধরে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার হাট পাঙ্গাসী ইউনিয়নযেন ক্রমেই পরিণত হয়েছে সন্ত্রাস ও অবৈধ দখলের স্বর্গরাজ্যে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউনিয়ন সহ-সভাপতিবিকাশ ভাদুরি। দীর্ঘদিন ধরে রাজনৈতিক ছত্রছায়ায় থেকে বিকাশ গং চালিয়েযাচ্ছেন জমি দখল, মাদক ব্যবসা ও নির্যাতনের রাজত্ব।

    সিরাজগঞ্জ পুজা উদযাপন কমিটির আড়ালে আওয়ামী দোসরদের ছিল একবিশাল ব্যবসাযজ্ঞ; সিরাজগঞ্জে এর নেতৃত্বে ছিল সন্তোষ কানু এবং সঞ্জয় কুমারসাহা সহ এই বিকাশ ভাদুরি গং, এই চিহ্নিত দুষ্কৃতিকারী ও সন্ত্রাসীগ্রুপ টার্গেটকরে বিভিন্ন হিন্দুদের ব্যক্তিগত দেবোত্তর সম্পত্তি জবর দখল করতো। রায়গঞ্জেএই ভয়বহ চক্রের পাশবিকতার শিকার হয় বলরাম বিগ্রহ মন্দিরের প্রকৃতসেবাইত শ্রী প্রাণকৃষ্ণ , যাকে শারিরীক ভাবে লাঞ্চিত করে গ্রামছাড়া করে অবৈধকমিটি গঠন করে। বিকাশ চন্দ্র ভাদুরীর নেতৃত্বে এই কমিটির মূল পান্ডারা ছিল বাবু রঞ্জন ভাদুরী, অলোক কুমার সাহা , মানিক কুমার সাহা , নিবারন চন্দ্রসাহা , গৌড় সাহা (পিতা মন্টু সাহা) যারা হাট পাঙ্গাসী ইউনিয়নআওয়ামীলিগের সক্রিয়  নেতা।

    বিকাশ ও বাবুর এই সন্ত্রসী দল মন্দির দখলের পরেই আইনের তোয়াক্কা নাকরে মন্দিরের জন্য বরাদ্ধকৃত ২ বিঘা জমি বিক্রি করে কোটি টাকা আত্মসাৎকরে, এখানেই শেষ নয়  মন্দিরের শতবর্ষী গাছ, মন্দিরের জন্য নির্ধারিতপুকুরের মাটি পর্যন্ত বিক্রি করে এই ভুমিদস্যু । আত্মসাৎকৃত অর্থ ভাগাভাগিহতো সিরাজগঞ্জের রায়গঞ্জের তৎকালীন আওয়ামীলীগ এর চেয়ারম্যানসালাম থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন ব্যক্তিবর্গের মাঝে।

    স্থানীয়দের অভিযোগ, বিকাশ ভাদুরি শুধু জমি দখলেই থেমে থাকেননি; আওয়ামী পৃষ্ঠপোষকতায় তিনি গড়ে তুলেছেন একটি মাদক সিন্ডিকেট। স্থানীয়একাধিক ফার্মেসির আড়ালে চলে ফেনসিডিল, দেশি মদসহ বিভিন্ন মাদকেরবেচাকেনা। এলাকার তরুণদের মাদকাসক্ত করে তাদের ব্যবহার করা হচ্ছেদখল ও ভয় দেখানোর কাজে। কেউ প্রতিবাদ করলে তাকে গুম, খুন বা নারীসদস্যদের উপর নির্যাতনের হুমকি দেওয়া হয়।

    সবশেষ ঘটনার সূত্রপাত হয় ১৯ এপ্রিল, যখন বিকাশ ভাদুরি ও তারসহযোগীরা সবুজ কুমার সাহা নামে এক যুবকের উপর চড়াও হয় বলেঅভিযোগ। তাকে মেরে ফেলার হুমকি দিয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টাচালানো হয়। গুরুতর আহত অবস্থায় সবুজ কুমার থানায় অভিযোগ দাখিলকরলে, আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গেলেও বিকাশের পক্ষ থেকে থানাঘেরাও ও ফের প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

    স্থানীয় বাসিন্দারা বলছেন, “এই সন্ত্রাসীর দখল ও মাদকের জাল থেকে মুক্তিচাই। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসন যেন নিরপেক্ষ তদন্ত করেবিকাশ ভাদুরির বিচার নিশ্চিত করে।”

    নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক যুবক জানান, “৫ই আগস্টের পর আমরাভেবেছিলাম এই সন্ত্রাসের অবসান হবে। কিন্তু এখনো বিকাশের মতো লোকেরাতাদের অপরাধকর্ম অবাধ ভাবে চালিয়ে যাচ্ছে”

    বর্তমানে স্থানীয় জনগণ বিকাশ ভাদুরির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছেন।

    এ বিষয়ে এখনো প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়াযায়নি।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ