ওসমানীনগর প্রতিনিধি ::
সিলেটের ওসমানীনগরে গোয়ালাবাজার আদর্শ গণপাঠাগারের আয়োজনে সাহিত্য আসর ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১ টায় উপজেলার গোয়ালাবাজারস্থ পাঠাগার মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গোয়ালাবাজার আদর্শ গণপাঠাগারের সভাপতি নির্মল চন্দ্র ধর রুনুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ আরজু মিয়ার পরিচালনায় সুধী সমাবেশে বক্তারা বলেন, লাইব্রেরি হলো জ্ঞান-নির্ভর প্রতিষ্ঠান; শুধু বই বা কাগজ নির্ভর কোন প্রতিষ্ঠান নয়। মনকে সতেজ ও প্রসারিত করে জীবনকে সুন্দর করতে জ্ঞানের প্রয়োজন। মানুষ যত বেশি বই পড়ব ততো মানুষের অন্তর থেকে বিভিন্ন মানসিক সমস্যা হিংসা -বিদ্বেষ দূর হবে। আমরা চাই আমাদের পাঠাগার দ্বারা এলাকায় পাঠক সৃষ্টি হউক। নিজ নিজ এলাকায় বেশি বেশি পাঠক ফোরাম গড়ে তুলতে পারলে এই সমাজ থেকে অনেক সমস্যা দূর হবে এবং সমাজ আরো বেশি আলোকিত হবে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন ছিলেন গোয়ালাবাজার আদর্শ গণপাঠাগারের প্রতিষ্ঠাতা,লেখক ও গবেষক গিয়াস উদ্দিন আহমদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন আনসার ভিডিপির উপ মহাপরিচালক ও গোয়ালাবাজার আদর্শ গণপাঠাগারের প্রতিষ্ঠাতা অবসরপ্রাপ্ত হীরা পারভেজ।
প্রধান আলোচক ছিলেন বিয়ানীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ হাবিবুর রহমান খছরু।
বিশেষ অতিথি ছিলেন গোয়ালাবাজার আদর্শ গণপাঠাগারের প্রতিষ্ঠাতা প্রবাসী মুজিবুল হক ছুটু,সিলেট নর্থ ইস্ট ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক লিয়াকত শাহ ফরিদি,সাবেক শিক্ষক লন্ডন প্রবাসী মোঃ জিলু মিয়া,গোয়ালাবাজার সরকারি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদ,ডা: কাজী তোফায়েল আজম,বালাগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ সোহরাব আলী,কবি ও লেখক শিকদার মোহাম্মদ কিবরিয়া,আব্দুল হাই মোসাহিদ,গোয়ালাবাজার আদর্শ গণপাঠাগারের সাবেক সভাপতি আলাউর রাহমান আলা,রেজওয়ানুর রহমান চৌধুরী শাহিন,শিক্ষক আজাদ আবুল কালাম,কবি ও লেখক আমিনুল ইসলাম সফর,কবি জালাল আহমদ খালিছদার,শিক্ষক ফারুক আহমেদ ফারুক, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহিব হাসান,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবির আহমদ, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এমদাদুর রহমান খানঁ,দপ্তর জিতু আহমদ,দেশবার্তা এডিটর কাজী তোফায়েল আহমদ,গোয়ালাবাজার নিকাহ রেজিস্ট্রার কাজী আব্দুল মোমিন,গোয়ালাবাজার আদর্শ গণপাঠাগারের সহ সভাপতি মোঃ কামাল মিয়া,সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মুকিত, জেলা পরিষদের সাবেক সদস্য মোঃ আব্দুল হামিদ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, গোয়ালাবাজার আদর্শ গণপাঠাগারের সহ-সাধারণ সম্পাদক আলী আমজদ চৌধুরী সিজু,কোষাধ্যক্ষ মোঃ বশির মিয়া,দপ্তর সম্পাদক ফুরাই চন্দ্র দেবনাথ,প্রচার সম্পাদক আব্দুল মতিন,সাহিত্য সম্পাদক বেলায়েত করিম সুজন,রেবা রানী সূত্রধর, মিনা বেগম চৌধুরী,ডাঃ মুকুন্দলাল নাথ, কবি ছাদিকুর রহমান রুমেল,সাবেক ইউপি সদস্য মোঃ জিলু মিয়াসহ আরো অনেকেই।