ওসমানীনগর প্রতিনিধি :
‘শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এ দেশ নতুন করে’ এই প্রতিপাদ্যে সিলেটের ওসমানীনগরে মহান মে দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা শেষে পরিষদ চত্বরে র্যালী অনুষ্ঠিত হয়।
ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনে সভাপতিতত্বে সভায় বক্তব্য দেন উপজেলা তথ্য কর্মকর্তা শাহরীন সুলতানা,উপজেলা আইসিটি কর্মকর্তা খাঁন জাহান আলী, যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল মুকিত,গোয়ালাবাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহিন মিয়া,ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবির আহমদ, উপজেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহিব হাসান,উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জিতু আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক জুবেল আহমদ,শ্রমিক কল্যাণ ফেডারেশন ওসমানীনগর উপজেলা শাখার সভাপতি আব্দুল মুমিন,সহ-সভাপতি রেদওয়ান খান,শ্রমিক নেতা জিয়াউর রহমান,সহিদুল ইসলাম ও কাজী শামীম আজাদ ।
সভায় বক্তারা বলেন,১৮৮৬ সালের ১লা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের মর্যাদা, শ্রমের মূল্য ও দৈনিক (সর্বোচ্চ) আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে শ্রমিকেরা যে আত্মাহুতি দিয়েছিলেন—তাদের সেই আত্মত্যাগের সম্মানে প্রতি বছর আমরা দিবসটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসেবে যথাযোগ্য মর্যাদায় পালন করি। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে শ্রমজীবী মানুষদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। উন্নয়নের এ ধারাকে গতিশীল রাখতে উন্নত কর্ম পরিবেশ, শ্রমিক-মালিক সু-সম্পর্ক, শ্রমজীবী মানুষের সুস্থ্যতা ও নিরাপত্তা একান্ত অপরিহার্য। শ্রমজীবী মানুষের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধিসহ তাদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করা হচ্ছে।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদের সামন থেকে একটি র্যালী বের হয়ে পরিষদ চত্বর প্রদক্ষিণ করে পরিষদের প্রাঙ্গনে এসে শেষ হয়।
Array