• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ভোলাহাট মেডিকেলে ডা’ক্তার সং’ক’ট, ভো’গা’ন্তি’তে রোগীরা। 

     অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক 
    26th Apr 2025 6:20 pm  |  অনলাইন সংস্করণ

    ভোলাহাট প্রতিনিধি:

    চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট দিন দিন প্রকট হয়ে উঠছে। উপজেলায় প্রায় দেড় লক্ষ মানুষের বসবাস থাকলেও তাদের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। এখানে চিকিৎসক পোস্টিং হলেও সহজেই বদলি হয়ে চলে যান চিকিৎসকরা। হাসপাতালটি ৫০ শয্যার হলেও প্রয়োজনীয় চিকিৎসক ও পর্যাপ্ত সরঞ্জামের অভাবে উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকাবাসী। জনবল সংকট হলেও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিশ্চিত করতে নিজেই রোগী দেখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাবুব হাসান।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা মোট ১৫টি পদে ২৫ জনের মধ্যে কর্মরত পদে আছে সব মিলিয়ে ৯ জন। তার মধ্যে জুনিয়র কনসালটেন্ট আছেন ২ জন, তাঁরা সপ্তাহে দুই দিন চিকিৎসা সেবা প্রদান করেন। জুনিয়র কনসালটেন্ট (এনেসথেসিয়া, সার্জারি, মেডিসিন, শিশু, অর্থোপেডিক্স, কার্ডিওলজি, চর্ম, ইএনটি, চর্ম ও যৌন), আবাসিক মেডিকেল অফিসার, মেডিকেল অফিসার, সহকারী সার্জনসহ ১৬টি শূন্য আছে। নেই নার্সিং সুপারভাইজার।

    প্রধান সহকারী কাম হিসাবরক্ষক, পরিসংখ্যানবিদ, ষ্টোর কিপার, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, হেলথ এডুকেটর, কম্পিউটার অপারেটর, স্যাকমো, মেডিকেল টেকনোলজিস্ট (ফিজিও), মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই), স্বাস্থ্য সহকারীসহ মোট ৬১টি পদের মধ্যে ১৬ টি শূন্য। এ ছাড়া, ৪র্থ শ্রেণির নিরাপত্তা কর্মী, এমএলএসএস, মালি, ওয়ার্ডবয়, কুক, আয়া, ঝাড়–দারসহ ২০ পদের ১৩টি শূন্য।

    জানা যায়, ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক নিয়োগ দেওয়া হলেও তারা বেশিদিন এখানে থাকেন না। পোস্টিং পাওয়ার পরপরই বেশিরভাগ চিকিৎসক উপর মহলে তদবির করে বদলি হয়ে যান, ফলে শূন্যপদ সহজে পূরণ হয় না। এতে করে রোগীদের চিকিৎসা সেবা নিতে প্রচন্ড ভোগান্তির শিকার হতে হয়। বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় রোগী সঠিক সেবা না পেয়ে বাধ্য হয়ে চাঁপাইনবাবগঞ্জ শহর বা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যেতে হয়।

    তবে সবচেয়ে বড় সমস্যা হলো, হাসপাতালটিতে কিছু আধুনিক চিকিৎসা সরঞ্জাম থাকলেও চিকিৎসকের অভাবে সেগুলো কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব হচ্ছে না। প্রশিক্ষিত চিকিৎসক না থাকায় কেউ সেগুলো চালানোর দায়িত্ব নিতে পারছেন না। ফলে রোগীরা আধুনিক চিকিৎসা সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন এবং বাধ্য হয়ে বেসরকারি ক্লিনিক বা শহরের হাসপাতালে চিকিৎসার জন্য যেতে হচ্ছে। বহির্বিভাগে সরকারের কর্তৃক সরবরাহকৃত প্রয়োজনীয় ঔষধের তালিকায় ৪৭ প্রকার ঔষধের নাম লিখা থাকলেও রোগীদের দেওয়া হয় ২০ থেকে ২৫ প্রকার ঔষধ। বহির্বিভাগে দৈনিক প্রায় ৩শত করে রোগী হয়। দীর্ঘ লাইনে ভোগান্তিতে পরে রোগীরা। অধিক পরিমাণ রোগী দেখার চাপে থাকতে হয় চিকিৎকদের।

    ভোলাহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাবুব হাসান বলেন, ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জনবল সংকট একটি বড় সমস্যা। চিকিৎসকদের এখানে পোস্টিং দেওয়া হলেও তারা এখানে আসে না। যারা আসেন তাঁরা বদলি হয়ে যাওয়ার চেষ্টা করেন। চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের অনেক পদ শূন্য থাকায় আমাদেরকে সীমিত জনবল দিয়েই প্রতিদিন গড়ে তিন শতাধিক-এর উপরে রোগীকে চিকিৎসা দিতে হচ্ছে। আমি নিজে প্রতিদিন রোগী দেখি যাতে কেউ সেবা থেকে বঞ্চিত না হয়। আমাদের এখানে কিছু আধুনিক যন্ত্রপাতি থাকলেও অভিজ্ঞ ও প্রশিক্ষিত জনবলের অভাবে সেগুলো ব্যবহার করা যাচ্ছে না। আমরা সরকারের সরবরাহ অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করছি রোগীদের প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করতে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2025
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930