জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে অংশগ্রহণ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
শনিবার (২৬ এপ্রিল) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে এ সংলাপ শুরু হয়।
জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলে রয়েছেন সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সাবেক সংসদ সদস্য ড. হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।
অপরদিকে ঐকমত্য কমিশনের পক্ষে রয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের কো চেয়ারম্যান অধ্যাপক আলী রীয়াজ, বদিউল আলম মজুমদার, সৈয়দ ইফতেখারুজ্জামান, মনির হায়দার প্রমুখ।
প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের গৃহীত রাষ্ট্রীয় সংস্কার উদ্যোগের বিষয়ে জাতীয় ঐকমত্য তৈরির জন্য চলতি বছরের ২০ মার্চ মাস থেকে ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনা শুরু করে।
এরইমধ্যে বিএনপি এবং জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১৬টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেছে এই কমিশন।
Array