ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই পৃথিবী গঠনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২২ এপ্রিল) কাতারের দোহায় ‘আর্থনা শীর্ষ সম্মেলনে’ বক্তৃতাকালে এ আহ্বান জানান তিনি।
ড. ইউনূস বলেন, পরবর্তী প্রজন্মের জন্য একটি সবুজ, স্থিতিস্থাপক ও টেকসই বিশ্ব গড়ে তোলা এখন সময়ের দাবি। তিনি মনে করেন, এই ভবিষ্যৎ জ্ঞান, উদ্ভাবন ও প্রযুক্তির সংমিশ্রণে গড়ে উঠবে।
তিনি বলেন, বাংলাদেশ এখন একটি নতুন সামাজিক চুক্তি তৈরির মোক্ষম অবস্থানে রয়েছে। এই চুক্তিতে রাষ্ট্র ও জনগণ, বিশেষ করে যুবসমাজকে গুরুত্ব দিয়ে, ন্যায়বিচার, মর্যাদা ও সমতার ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের সুযোগ রয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশকে একটি আশার বাতিঘর হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য সামাজিক ব্যবসা, আর্থিক অন্তর্ভুক্তি ও মাইক্রো ফাইন্যান্সের ভূমিকা নতুন করে মূল্যায়নের আহ্বান জানান তিনি, যা প্রান্তিক জনগণের জন্য অর্থনৈতিক সম্ভাবনা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারে।
Array