বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে পরিবেশ রক্ষায় যুবসমাজকে সম্পৃক্ত করতে এবং তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে ‘ফর দ্য লাইট’ প্রকল্পের উদ্যোগে পটুয়াখালী সরকারি কলেজের অডিটোরিয়ামে আয়োজন করা হয় “পৃথিবীর জন্য: যুব সচেতনতা থেকে কর্ম অভিযান” শীর্ষক একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান।
মঙ্গলবার (২২ এপ্রিল), বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে কমিউনিটি পার্টনার হিসেবে ছিলেন ধূমকেতু ইয়ুথ ফাউন্ডেশন (ডিওয়াইএফ) এবং লাল সবুজ সোসাইটি।
এ সময় আহম্মেদ কাওসার ইবু এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন পটুয়াখালী সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সেলিনা আক্তার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী সরকারি কলেজের শিক্ষক পরিষদের সচিব মো: জালাল উদ্দীন, রসায়ন বিভাগের প্রভাষক, মো: রায়হান,দ্যা আর্থ এর হেড অফ পাটনারশিপ ডিপার্টমেন্ট প্রধান মোসলে উদ্দীন সূচক, পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া হৃদয়,ধূমকেতু ইয়ুথ ফাউন্ডেশন এর প্রতিনিধি লিমন সিকদার, লাল সবুজ সোসাইটির প্রতিনিধি এস.এম.সোহান, ফর দ্যা লাইট প্রকল্পের টিম সহ স্থানীয় ১২০ জন তরুণ, পরিবেশকর্মী ও স্বেচ্ছাসেবক।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “এই পৃথিবী আমাদের সবার। পরিবেশ রক্ষায় যুবদের ভূমিকা অপরিসীম। শুধু সচেতনতা নয়, কাজের মাধ্যমেই পরিবর্তন সম্ভব।”
আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল একটি পরিবেশ বিষয়ক কুইজ প্রতিযোগিতা, যেখানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষা সংক্রান্ত বিভিন্ন প্রশ্নে অংশ নেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়, যা উপস্থিত তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।
অংশগ্রহণকারীরা জানান, এমন আয়োজন তাদের ভবিষ্যতে পরিবেশবান্ধব কার্যক্রমে অংশ নিতে আরও অনুপ্রাণিত করবে।
‘ফর দ্য লাইট’ এর টিম লিডার আলআমিন প্রকল্প সম্পর্কে জানান, আয়োজনের মূল উদ্দেশ্য ছিল জলবায়ু পরিবর্তন, বৃক্ষরোপণ, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা এবং টেকসই উন্নয়ন লক্ষ্য (SDG) সম্পর্কে তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং তাদের পরিবেশবান্ধব উদ্যোগে উদ্বুদ্ধ করা।আমরা ভবিষ্যতেও দেশজুড়ে পরিবেশ ও সমাজ সচেতনতা বিষয়ক কার্যক্রম চালিয়ে যাব এবং আরও বড় পরিসরে যুব সমাজকে সম্পৃক্ত করে সবার মাঝে সচেতনতা ছড়িয়ে দেব।
অনুষ্ঠান শেষে শহরের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান, সচেতনতামূলক কর্মশালা এবং কলেজ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিও পরিচালিত হয়।
Array