ওসমানীনগর প্রতিনিধি ::
ব্যাপক উৎসাহ উদ্দীপনার ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেটের ওসমানীনগর উপজেলা প্রশাসন বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) উপজেলা প্রশাসনের আয়োজনে বেলা ১১টায় পরিষদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা শুরু হয়ে সিলেট-ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
আনন্দ শোভাযাত্রার নেতৃত্ব দেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।
এসময় শোভাযাত্রা সহ বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এস টি এম ফখরু উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও গোয়ালাবাজারের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মানিক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ পারভীন,কৃষি কর্মকর্তা উম্মে তামিমা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্যব্রত রায়, তথ্য কর্মকর্তা শাহরিন সুলতানা,গোয়ালা বাজার সরকারি আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মুকিদ আজাদ,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জমির, সহ-সাংগঠনিক সম্পাদক ও তাজপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবির আহমদ, তাজপুর ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক জাহেদ আহমদ, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন,সিনিয়র সহ সভাপতি কয়েছ মিয়া,সাধারণ সম্পাদক কবির আহমদ,যুগ্মা সাধারণ সম্পাদক জুবেল আহমদ, কোষাধ্যক্ষ এমদাদুর রহমান খানঁ,দপ্তর সম্পাদক জিতু আহমদ, প্রচার সম্পাদক সাইদুর রহমান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আতাউর রহমান কাউছার,পাঠাগার সম্পাদক রায়হান আহমদ,কার্যনির্বাহী সদস্য জুবেল আহমদ সেকেল, আব্দুল মতিন, আনোয়ার হোসেন আনাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বর্ষবরণ উদযাপন কর্মসূচির মধ্যে ছিল সকাল ১১ টা ৩০ মিনিটে বর্ষবরণ উৎসব, ১২ টায় বৈশাখি মেলার স্টল পরিদর্শন, সাড়ে ১২ টায় উপজেলা পরিষদে মিলনায়তনে রাজনৈতিক, সামাজিক, সাংবাদিকসহ নানা শ্রেণী পেশার মানুষকে পান্তা ইলিশ,পোড়া মরিচ ও আলুর ভর্তা খাওয়ানো হয়, দুপুর দেড়টায় পরিষদ প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন সিমা সরকার, জুই রায়, রুমা পাগলী ও দৃষ্টি তালুকদার বন্যসহ স্থানীয় শিল্পীবৃন্দ।
Array