ওসমানীনগর প্রতিনিধি::
সিলেটের ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ ।
শনিবার (১২ এপ্রিল ) বিকালে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো: ইমাদ উদ্দিন লিলু স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে এ অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
প্রসঙ্গত: গত শুক্রবার দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি জয়নাল আবেদীনকে সভাপতি ও দৈনিক শ্যামেল সিলেট পত্রিকার প্রতিনিধি কবির আহমদকে সাধারণ সম্পাদক এবং দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি এমদাদুর রহমান খানঁকে কোষাধ্যক্ষ করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির সিনিয়র সহ-সভাপতি মনোনিত হয়েছেন মোঃ কয়েছ মিয়া, সহ-সভাপতি মোঃ আবু হানিফা, যুগ্ম সাধারণ সম্পাদক জুবেল আহমেদ,দপ্তর সম্পাদক জিতু আহমদ, প্রচার সম্পাদক মোঃ সাইদুর রহমান , সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আতাউর রহমান কাওছার, ক্রীড়া সম্পাদক শামসুজ্জামান ফরহাদ, পাঠাগার সম্পাদক রায়হান আহমদ, সাংস্কৃতিক সম্পাদক মোঃ নূরুল ইসলাম রাফি,কার্যনিবার্হী সদস্য জুবেল আহমদ সেকেল , মোঃ আনোয়ার হোসেন, আব্দুল মতিন,লিলুউর রহমান পংকি, আবুল কালাম আজাদ,উজ্জ্বল দাশ ও উজ্জ্বল ধর।
Array