পবিপ্রবি প্রতিনিধি: গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গনহত্যার প্রতিবাদে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের সামনে মুখে কালো কাপড় বেধে মানববন্ধন করেছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয় প্রধান ফটকের সামনে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বরোচিত গনহত্যার প্রতিবাদে
মুখে কালো কাপড় বেধে মানববন্ধন করেছে পবিপ্রবি ছাত্রদল। মানববন্ধনে উপস্থিত ছিলেন পবিপ্রবি ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম রাতুল ও সাধারণ সম্পাদক সোহেল রানা জনি সহ অন্যান্য নেতৃবৃন্দ।
পবিপ্রবি ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম রাতুল বলেন, “আমি প্রথমে স্মরণ করছি সাইফুল আজমকে ১৯৬৭ সালে সাইফুল আজম ইসরাইলের চারটি যুদ্ধ বিমান ভূপাতিত করেন,
তাকে বলা হতো ইকোলো এয়ার একমাত্র সাইফুল আজমই ইসরাইলের যুদ্ধবিমান ভূপাতিত করেন এছাড়া তিনি চারটি দেশের হয়ে যুদ্ধ করেছিলেন ইরান, জর্ডান, ফিলিস্তিন এবং সর্বশেষে পাকিস্তানের হয়ে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। আমি সাইফুল আজমের তীব্র শূন্যতা অনুভব করছি আমাদের দেশ এবং মুসলিম বিশ্বে সাইফুল আজমের মতন পাইলট খুবই প্রয়োজন এবং তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করে বলেন আমেরিকা এবং জাতিসংঘ ইসরাইলের পক্ষে কাজ করছে এই ব্যাপারে। “
Array