ফি’লি’স্তি’নি’দের মুক্তি সংগ্রামের পক্ষে সংহতি জানিয়ে পটুয়াখালীতে ব্যাপক বিক্ষোভ কর্মসূচী হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) সকালে পটুয়াখালী সার্কিট হাউস চত্বরের ঝাউতলায় “গ্লোবাল স্ট্রাইক ফর গাজা” কর্মসূচির অংশ হিসেবে এক বিশাল মানবিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
পবিত্র কুরআন তিলাওয়াত, দোয়া মোনাজাত ও সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে কর্মসূচির সূচনা করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বরিশাল কুয়াকাটা মহাসড়ক চৌরাস্তায় অবস্থান নেয়।
সমাবেশে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আবু সাঈদ, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদের, পটুয়াখালী মডেল মসজিদের খতিব মাওলানা তানভীরুল ইসলাম, পটুয়াখালীবাসী’র সভাপতি মাহমুদ হাসান রায়হান, পটুয়াখালী ইয়ুথ ফোরামের নির্বাহী পরিচালক জহিরুল ইসলাম, তরুণ সাংবাদিক মীর মহিবুল্লাহ, এবং পটুয়াখালী মেডিকেল কলেজের শিক্ষার্থী জিয়াউল হাসান শরীফ।
এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী প্রেসক্লাবের সদস্য বৃন্দ , পটুয়াখালী ইয়ুথ ফোরামের সভাপতি হাসিবুর রহমান, লাল সবুজ সোসাইটির লিডার এস.এম.সোহান, জেলা এনসিটিএফ সভাপতি রুবাইয়াত হক মেহেদী, ধুমকেতু ইয়ুথ ফাউন্ডেশন এর সভাপতি আহাম্মেদ কাউসার, বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং নানা স্বেচ্ছাসেবী ও যুব সংগঠনের সদস্যবৃন্দ।
ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদে ও গাজাবাসীর সঙ্গে সংহতি প্রকাশ করে আয়োজিত এই কর্মসূচিতে পটুয়াখালীর সর্বস্তরের মানুষের অংশগ্রহণ এক মানবিক ঐক্যের প্রতিচ্ছবি হয়ে ওঠে।
Array