অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
06th Apr 2025 12:33 am | অনলাইন সংস্করণ
রাজধানীর শাহবাগে ফুলের দোকানের আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে আগুন লাগে। পরে রাত ১০টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আরও দুইটি ইউনিট যোগ দেয়।
বিষয়ে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান গণমাধ্যমকে জানান, রাত ৯টা ৫৩ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। খবর পেয়ে পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। তবে দোকানিরা জানিয়েছেন, গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
Array