কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়ন এবং বুড়াবুড়ী ইউনিয়নের জনতাহাটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ৩১ দফা লিফলেট বিতরণ করা হয়েছে। বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে এই লিফলেট বিতরণ করেন ইঞ্জিনিয়ার মো. আবু সাঈদ (জনি), সিনিয়র সহ-সভাপতি—জেটেব কেন্দ্রীয় কমিটি ও কুড়িগ্রাম-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।
এই কর্মসূচিতে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা সাধারণ মানুষের কাছে তারেক রহমানের ৩১ দফা তুলে ধরেন এবং বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন।
ইঞ্জিনিয়ার মো. আবু সাঈদ (জনি) বলেন, “তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়িত হলে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত হবে।” তিনি আরও জানান, ভবিষ্যতে এ ধরনের প্রচারণা আরও ব্যাপকভাবে চালানো হবে।
স্থানীয় জনগণও লিফলেট হাতে পেয়ে আগ্রহের সঙ্গে এর বিষয়বস্তু পড়েন এবং বিভিন্ন প্রশ্ন করেন। অনেকে বিএনপির এই কর্মসূচিকে স্বাগত জানিয়ে বলেন, “দেশের উন্নয়নে সুস্পষ্ট পরিকল্পনা থাকা খুবই গুরুত্বপূর্ণ, এবং বিএনপির ৩১ দফায় তা পরিলক্ষিত হচ্ছে।”
বিএনপির নেতাকর্মীরা জানান, এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে এবং দলের বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে।
Array