ওসমানীনগর প্রতিনিধি::
বিশ্বনাথ-ওসমানীনগর-বালাগঞ্জসহ দেশ-বিদেশে অবস্থানরত সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় সংসদের সাবেক উপদেষ্ঠা ও সিলেট জেলা বিএনপির সহ সভাপতি এম.আসকির আলী।
শনিবার (২৯ মার্চ) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি বলেন, এক মাস সিয়াম সাধনার পরে আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে এসেছে ঈদ উল ফিতর। আমরা আজ দীর্ঘ দিন পর ফ্যাসিস্ট মুক্ত ঈদ উদযাপন করতে যাচ্ছি। দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিস্ট আওয়ামী লীগ পাথরের মত জাতির উপর চেপে বসে ছিলো। দেশের মানুষ আজ মুক্ত পরিবেশে শ্বাস নিতে পারছে।
তিনি আরোও বলেন, আমার ভাই সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীকে ফ্যাসিষ্ঠ হাসিনা গুম করেছিল। গত ৫ আগস্টে হাসিনার পতনের পর অনেক গুম হওয়া নেতা-কর্মীকে পাওয়া গেলেও আমার ভাই এম ইলিয়াস আলীকে আমরা এখন পাইনি। আপনারা সবাই উনার জন্য দোয়া করবেন। উনি যেখানেই তাকেন না কেন সুস্থ ও অক্ষত অবস্থায় আমাদের মাঝে যেন ফিরে আসেন।
আসকির আলী বলেন, ৫ আগস্টে যাদের আত্মত্যাগের বিনিময়ে দীর্ঘ দেড়যুগ পর জাতি শান্তি-স্বস্তির দেশ পেয়েছে এবং কথা বলার সুযোগ পেয়েছে সেই সকল শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আর যারা পঙ্গুত্ববরণ করেছেন ও আহত হয়েছেন আমরা তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।
তিনি সবার সুখ-শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন কামনা করেন এবং সবাইকে ঈদ উল ফিতরের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
Array