পটুয়াখালী প্রতিনিধি ||
পটুয়াখালী সদর উপজেলার স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন “ তারুণ্যে আউলিয়াপুর ” এর উদ্যোগে সমন্বয় সভা ও সৌহার্দ্য ইফতার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ মার্চ) সন্ধ্যায় ইউনিয়নের মাঝ রাস্তা মাঠে এ সমন্বয় সভা ও সৌহার্দ্য ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এস.এম.সোহান এর সঞ্চালনায় সভায় সংগঠন এর ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে মতামত দেন উপদেষ্টা পরিষদ সহ অর্ধ-শতাধিক স্বেচ্ছাসেবক বৃন্দ।
উল্লেখ্য, সংগঠনটি দীর্ঘ যাবত বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম করে আসছে। প্রতিষ্ঠাকাল থেকে- স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী, বেকার যুব ও যুব মহিলাদের আত্মকর্মসংস্থানে উদ্ভদ্ধ করন,প্রজনন স্বাস্থ্য শিক্ষা ও সচেতনতায় কার্যক্রম (RHEP), স্তুন ও জরায়ূমূখ ক্যান্সার সচেতনতা প্রতিরোধ কর্মসূচি, মাদক বিরোধী সচেতনতা কার্যক্রম, ফরমালিন ও খাদ্যে ভেজাল সচেতনতা কার্যক্রম, সামাজিক স্বাস্থ্য ও নিরাপত্তা সহ বিভিন্ন কার্যক্রম করে আসছে।
Array