ওসমানীনগর প্রতিনিধি:
আওয়ামী লীগের আমলে বিএনপির গুম হওয়া নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনার গাড়িবহরে হামলার ঘটনায় আরেকজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ মার্চ) বিকালে সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার থেকে ছাত্রলীগ নেতা রফু মিয়াকে (৩০) গ্রেফতার করা হয়। তিনি গোয়ালাবাজার ইউনিয়নের গদিয়াচর গ্রারে মৃত তোতা মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২২ সালে সিলেটের ওসমানীনগরের গোয়ালাবাজারে প্রচারপত্র বিলিকালে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সিলেট-২ আসনের সাবেক এমপি নিখোঁজ এম ইলিয়াস আলীর পত্নী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা তাহসিনা রুশদী লুনার গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী রফু মিয়া। সে দীর্ঘদিন থেকে আত্মগোপনে ছিল। গোপন সাংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শুক্রবার তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ওসি মো. মোনামেয় মিয়া।
Array