কুড়িগ্রামের উলিপুরে বৃহস্পতিবার (২৭ মার্চ) ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত যোদ্ধাদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক ডাঃ আতিক মোজাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হায়দার আলী মিঞা, সাবেক সভাপতি বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি) উলিপুর উপজেলা শাখা, ওবায়দুর রহমান বুলবুল, সাবেক সাধারণ সম্পাদক বিএনপি উলিপুর উপজেলা শাখা, মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ দক্ষিণ উলিপুর উপজেলা শাখা এবং আব্দুল আজিজ নাহীদ, আহ্বায়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখা। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন। প্রধান অতিথি ডাঃ আতিক মোজাহিদ বলেন, “এই ফ্যাসিস্ট মুক্ত দেশে আগামী দিনে যদি ফ্যাসিস্ট শক্তি মাথাচাড়া দিয়ে ওঠে, তাহলে কিক মেরে তাদের ইন্ডিয়া পাঠিয়ে দেওয়া হবে। দুর্নীতিমুক্ত কুড়িগ্রাম গড়ে এটিকে দেশের সর্বশ্রেষ্ঠ জেলায় পরিণত করতে হবে।”
অনুষ্ঠানের শেষ পর্যায়ে জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত যোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সমাপনী বক্তব্য প্রদান করেন উলিপুর আদর্শ মহাবিদ্যালয়ের প্রভাষক এম. সাখাওয়াত হোসেন
Array