• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নির্বাচন বিলম্ব করতে নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র হচ্ছে : মির্জা ফখরুল 

     অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক 
    25th Mar 2025 6:42 pm  |  অনলাইন সংস্করণ

    জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করতে ‘দেশে নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র হচ্ছে’ উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    এনসিপির নেতাদের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, যারা ১০০ গাড়ি নিয়ে ইলেকশন ক্যাম্পিং করতে যায় তারা কি করবে সেটা আমরা ভালো বুঝি। বিএনপি জনগণের সঙ্গে আছে, অতীতে ছিল, থাকবে এবং বিএনপি অবশ্যই জয়যুক্ত হবে ইনশাআল্লাহ। আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছেন, আপনারা সঠিকভাবে, সুন্দরভাবে, জনকল্যাণমূলক কাজ করতে থাকুন। জনগণ যাতে বিএনপিকে ভালোবাসে, বিএনপির কাছে আসে- সে কাজগুলো আমরা করি।

    মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন। রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এ আলোচনা সভা হয়। আলোচনার শুরুতে বিএনপি মহাসচিব বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের ঘোষণা, মুক্তিযুদ্ধ শুরু এবং ২৫ মার্চ কালরাত্রিতে পাকিস্তানি বাহিনীর নির্মমতার কথা তুলে ধরেন।

     

     

    তিনি বলেন, আমরা খুব পরিষ্কার করে বলেছি, জোর দিয়ে বলেছি যে, নির্বাচনের কোনো বিকল্প নেই। কারণ নির্বাচনের মধ্য দিয়েই আমাদের গণতন্ত্রে যেতে হবে, সেটা হচ্ছে এ টু জেড ডেমোক্রেসি। এই ডেমোক্রেসি ছাড়া আমরা মনে করি না যে, আর কোনো সিষ্টেম আছে যে সিষ্টেমে জনগণের কল্যাণ করতে পারে। কিন্তু আজ নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে যেন এই প্রক্রিয়া (নির্বাচন) পিছিয়ে যায়, বিলম্বিত হয়।

    সেনাবাহিনীকে বিতর্কিত করা মানব না জানিয়ে মির্জা ফখরুল বলেন, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে পর্যন্ত আজ বিতর্কিত করার চেষ্টা চলছে, যা আমরা কোনোমতেই মেনে নিতে পারি না। যারা আমাদের দেশকে রক্ষা করে, যারা সংকটের সময়ে আমাদের পাশে এসে দাঁড়ায় তাদের আমরা কখনোই বিতর্কিত হতে দিতে পারি না।

     

    তিনি বলেন, আমরা অবশ্যই ২০২৪ সালে যারা প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই, সবসময় জানাই। যারা আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাই। সেই আন্দোলনে আমাদের ৮০০-এর মতো ছাত্র-যুবক শহীদ হয়েছেন। ১৫ বছর আমরা লড়াই করেছি, আমাদের নেতাকর্মীরা কেউ বাড়িতে ঘুমাতে পারেনি। ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। আমাদের ছেলেরা এখনো মোটরসাইকেল চালায়, হকারি করে। এরপরও আমাদের শুনতে হয় যে, বিএনপি কি করেছে? বিএনপিই তো আন্দোলন শুরু করেছে, বিএনপিই তো এত ত্যাগ স্বীকার করেছে, বিএনপি তো ভিত্তি তৈরি করেছে। হঠাৎ করে বিপ্লব ঘটেনি। বিপ্লবের ভিত্তি তৈরি করতে হয়েছে, এই ভিত্তি তৈরি করেছে বিএনপি।

    নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের দলকে ছোট করার কোনো কারণ নেই। সবসময় বুক উঁচু করে বেড়াবেন। এই বিপ্লব এই পরিবর্তনের আপনারাই হচ্ছেন হোতা, আপনারাই সামনের দিকে নিয়ে যাবেন।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ