• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • LIAB-এর আয়োজনে সৌহার্দ্যের ইফতার মাহফিল 

     অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক 
    21st Mar 2025 2:12 pm  |  অনলাইন সংস্করণ

    জাককানইবি প্রতিনিধি

     

    বাংলাদেশের সর্ববৃহৎ ভাষা শিক্ষকদের সংগঠন Language Instructors Association of Bangladesh (LIAB)-এর উদ্যোগে গতকাল ধানমণ্ডির একটি অভিজাত রেস্তোরাঁয় ইফতার মাহফিল ও ৭ম গেট টুগেদার অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১০০-এর অধিক ইংরেজি ভাষা শিক্ষক এই আয়োজনে অংশগ্রহণ করেন, যা এক মিলনমেলায় পরিণত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন LIAB প্রেসিডেন্ট সাইফুল ইসলাম (CEO, English Therapy)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ এডভাইজর মোঃ আলামগির কবির (CEO, MAK English) এবং হেড অফ ট্রেনিং মোঃ সাখাওয়াত হোসেন (CEO, TalentHut)। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের খ্যাতনামা ইংরেজি ভাষা প্রশিক্ষকগণ, তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন— শোভন স্যার (Learning Zone), আকিক স্যার (Learning Zone), রাজন স্যার (Winners Academy), রাসেল স্যার (Mr. English), লিয়াকত স্যার (Liakat’s English), সাব্বির স্যার (English A2Z), সোহাগ স্যার (Basic English Care) এবং মারুফ স্যার (GrammarFun)।

    এ আয়োজন কেবলমাত্র সৌজন্য সাক্ষাৎ বা নেটওয়ার্কিংয়ের জন্য ছিল না; বরং ভাষা শিক্ষার উন্নয়ন ও শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে। উপস্থিত শিক্ষকরা বাংলাদেশের ভাষা শিক্ষার বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ এবং উন্নতির সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন। আলোচনায় শিক্ষকদের পেশাগত উন্নয়নে প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণের প্রয়োজনীয়তার বিষয়টি গুরুত্ব পায়। পাশাপাশি, শিক্ষার্থীদের জন্য নতুন ও কার্যকর ভাষা শিক্ষার কৌশল উদ্ভাবনের ওপর জোর দেওয়া হয়। এছাড়া, দেশব্যাপী মানসম্মত ভাষা শিক্ষার প্রসার ঘটানোর উদ্যোগ নিয়েও বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

    LIAB প্রেসিডেন্ট সাইফুল ইসলাম বলেন, “LIAB এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে শিক্ষকরা জ্ঞান, অভিজ্ঞতা ও চিন্তার আদান-প্রদান করতে পারেন। আমরা চাই, বাংলাদেশের প্রতিটি শিক্ষার্থী দক্ষ ইংরেজি শিক্ষকের কাছ থেকে শেখার সুযোগ পাক।”

    অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল একসঙ্গে ইফতার করার সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, যেখানে শিক্ষকরা নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার সুযোগ পান। ইফতারের পর এক প্রাণবন্ত আলোচনা ও মতবিনিময় পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে ভবিষ্যতে LIAB-এর কর্মকাণ্ড কীভাবে আরও বিস্তৃত করা যায়, সে বিষয়ে পরিকল্পনা নেওয়া হয়।

    হেড অফ ট্রেনিং মোঃ সাখাওয়াত হোসেন বলেন, “বাংলাদেশে ভাষা শিক্ষার উন্নয়ন তখনই সম্ভব, যখন অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকরা একসঙ্গে কাজ করবেন এবং নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের আরও দক্ষ করে তুলবেন। LIAB সেই লক্ষ্যেই কাজ করছে।”

    এই আয়োজন দেশের ভাষা শিক্ষকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নের অঙ্গীকারকে আরও সুসংহত করেছে বলে আয়োজকরা জানান।

     

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ