• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • পটুয়াখালীতে কলেজছাত্রী দলবদ্ধধর্ষণ, ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবী নাহিদের  

     অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক 
    21st Mar 2025 12:03 am  |  অনলাইন সংস্করণ

     

    জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, পটুয়াখালীর দুমকিতে নারীর প্রতি সহিংসতা ধর্ষনের ঘটনায় দুইজন আসামীর নাম শোনা গেছে ১ জনকে গেরেপ্তার করা হয়েছে। আমরা দাবি জানাচ্ছি যে আগামী ২৪ ঘন্টার মধ্যে আর একজন যে আসামি তাকে গেরেফতার করতে হবে। শুধু এই ঘটনা নয় এ ধরনের ঘটনা রোধ করার জন্য কঠোরতম শাস্তি ব্যবস্থা করতে হবে। সরকার যে আইন পরিবর্তনের চিনতে ভাবনা করছে বা সিদ্ধান্ত নিয়েছে আমরা চাই যে সেটা যেন দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন হয়।

     

    তিনি পটুয়াখালীর দুমকিতে কলেজ ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় বৃহস্পতিবার পটুয়াখালী পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে হল রুমে সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে দুপুর ২ টায় এ সব কথা বলেন। এর আগে তিনি দুপুর দেড়টায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগীর চিকিৎসার খোজ খবর নেন।

     

    ডাঃ তাসনিম জারা বলেন, অপরাধ যারা করছে তারা পুরোপুরি সমাজে ঘুরে বেড়াবে। আর যারা নির্যাতিত তাদের কাঁদতে কাঁদতে বিচার চাইতে হবে। সমাজে এমনটা কোনভাবেই গ্রহণযোগ্য না। এই পরিস্থিতিকে আমাদের রূপান্তরণ করতেই হবে। যারা দোষী তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। বিগত বছরগুলোতে যেমন বিচারহীনতার সংস্কৃতি ছিল, সেটা থেকে আমাদের বের হতেই হবে। ডাক্তার জারা ভুক্তভোগীর বরাত দিয়ে তিনি আরো বলে ভূক্তভোগী তাকে জানান, ‘‘আমি মেয়ে হিসেবে বিচার চাই না। আমি চাই বাংলাদেশের সাধারণ মানুষ হিসেবে যাতে আমার জন্য ন্যায় বিচার হয়।’’ আমাদের মনে রাখতে হবে যদি ন্যায় বিচারে দেরি হয়, সেটা এক ধরনের অন্যায়ের পক্ষ নেয়া। ন্যায় বিচার প্রত্যেকের মৌলিক অধিকার।

     

    এনসিপির যুগ্ম আহবায় ও সহকারি এ্যটর্নী জেনারেল মুজাহিদুল ইসলাম শাহিন বলেন, আইনগতভাবে এনসিপি’র পক্ষ থেকে যতটুকু সহযোগিতা দেয়া প্রয়োজন বা দেয়া দরকার আমাদের দলের পক্ষ থেকে দিবো। যাতে এই মামলার সুষ্ঠু বিচার হয় এবং যে আসামি যারা আছেন তারা যেন ন্যায় বিচার পায় অর্থাৎ তারা যদি দোষী সাব্যস্ত হয় সেটাও ন্যায় বিচারের মাধ্যমে হবে। সুতরাং এখানে আসামিপক্ষ বাদীপক্ষ সকলেই যেন ন্যায় বিচার পায়।

    অপর দিকে ভুক্তভোগীর খোজ খবর নিতে তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় একটি প্রতিনিধি দল হাসান মামুনের নেতৃত্বে পটুয়াখালী আসেন। তারা বিকাল ৩ টায় হাসপাতালে ভুক্তভোগীর খোজ খবর নেন।

    জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আহবায়ক নাহিদ ইসলাম পটুয়াখালীতে সফর কালে তার সাথে আব্দুল হান্নান মাসুদ, ডাঃ তাসনিম জারাসহ বেশ কয়েকজন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, গত মঙ্গলবার (১৮ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের আলগি গ্রামের জলিল মুন্সীর বাড়ির নির্জণ বাগানে জুলাই ‘২৪ আন্দোলনে ঢাকায় নিহত পাঙ্গাশিয়া ইউনিয়নের শহীদ জসীম হাওলাদারের কন্যা সরকারী জনতা কলেজের দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণ সাকিব মুন্সী (১৯), সিফাত মুন্সী (২০) ও ইমরান মুন্সী (১৯)। এ ঘটনায় ভুক্তভোগী নিজেই পরের দিন বুধবার থানায় হাজির হয়ে অভিযোগ দেন। পুলিশ বিকাল ৩ টায় তার মামলা গ্রহণ করে। গ্রেফতার করে অভিযুক্ত সাকিব মুন্সিকে।

    পুলিশ জানায় অপর অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। ভুক্তভোগী ডাক্তারি পরীক্ষা ও চিকিৎসার জন্য পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ