মোহাম্মাদ উল্লাহ সোহেল, ইউরোপ ব্যুরো প্রধান: প্রাচীনকাল থেকেই এই চাহিদা পূরণের লক্ষ্যে ব্যবহার হয়ে আসছে চারপাশের এই উপকরণ, সময়ের সাথে সাথে চাহিদায় এসেছে পরিবর্তন, কারো না কারো হাত ধরে এসব উপকরণও সেজেছে বৈচিত্র্যময় আবহে, এভাবে সৃজনশীল নিত্য নতুন উপকরণ সামনে হাজির করে যারা, নিঃসন্দেহে তারা উদ্ভাবক, উদ্ভাবনীয় চিন্তা আমাদের আগামীতে টিকে থাকার শক্তি যোগায়, তাই উদ্ভাবক হয়ে উঠতে চায়, উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলতে রাইনা তাবাসসুম নিপা, ইতালির ভেনিসে ভিয়া জৌবান্নী ফেলিসাতি ৩৮ তে রাইনা’স কালেকশন নামে যাত্রা শুরু করেছেন, নানা রকম পোশাকের সমাহার নিয়ে সম্পূর্ণ নতুনভাবে একটি শোরুম উদ্বোধন করেছেন ।
এশিয়ান ট্রেডিশনাল সকল ধরনের প্রসাধনী শারি, থ্রিপিস, পাকিস্তানি গাউন, সহ বিভিন্ন ধরনের ড্রেস। মেয়েদের আকর্ষণীয় ব্যাগ, এবং জুয়েলারি আইটেম দিয়ে শোরুম কে সাজিয়ে তুলেছে।
প্রতিষ্ঠানের কর্ণধার রাইনা বলেন আমি অত্যন্ত ছোট পরিসরে শুরু করেছি তবে আমার ইচ্ছে ভবিষ্যতে আরো বড় কিছু করব। ভেনিসে বসবাসরত সকল বাংলাদেশীদের প্রতি আমার আহ্বান থাকবে আপনারা এই প্রতিষ্ঠান থেকে কেনাকাটা করবেন আমি আপনাদের সেবায় নিত্যনতুন পোশাকের সমাহার করবো ।
আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন করা হয়। ক্রেতাগণ বলেন খুব সুন্দর সুন্দর পোশাক আছে এ শোরুমে এখন আর আমাদের দূরে কোথাও যেতে হবে না, হাতের নাগালেই সুন্দর সুন্দর রকমারি পোশাক পেয়ে যাব আমরা এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা কামনা করছি।
Array