মোহাম্মাদ উল্লাহ সোহেল, ইতালি প্রতিনিধি: ইতালিতে ভেনিস জাতীয়তাবাদী যুবদল এর আয়োজনে স্বেচ্ছাসেবক দল এর সার্বিক সহযোগিতায় ও যুবদলের সভাপতি আকবর খান ও যুবদল সাধারন সম্পাদক ফখরুল চৌধুরী, মিজানুর রহমান এর যৌথ পরিচালনায় বিএনপি পরিবারের গ্রান্ড সেন্টাল রেস্টুরেন্টের হলরুমে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সে সময় আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির এবং সুস্বাস্থ্যের জন্য দোয়া করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেনিস বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, সহ সকল বিএনপি পরিবারের নেতাকর্মী গন।
ভেনিস বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ সেলিম তার বক্তব্যে বলেন বিগত দিনে যারা দলের জন্য কাজ করেছে অর্থ দিয়েছে সময় দিয়েছে দলের দুর্দিনে পাশে ছিল তাদেরকে নিয়ে ভেনিস বিএনপি নতুন কমিটি হবে এ ব্যাপারে কোন আপোষ করা হবে না।
ভেনিস বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বলেন আমাদের কমিটি বিলুপ্ত করেছে কিন্তু আমরা যুবদল এবং স্বেচ্ছাসেবক দল এর সকল কার্যক্রমের সাথে সংযুক্ত থাকবো।
ভেনিস বিএনপি’র দপ্তর সম্পাদক শরীফ মৃধা বলেন আমরা শুধু ভেনিস নিয়ে বসে থাকলে হবে না, আমাদের এখানে ইতালি বিএনপিতে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য লোক আছেন, সকল ষড়যন্ত্র প্রতি হতে করে আমরা ইতালি বিএনপিতে স্থান করে নেব।
যুবদলের সভাপতি আকবর খান বলেন ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে কিন্তু তাহার দোসরা এখনো দেশে রয়ে গেছে তাই দেশে নানান্মুখী ষড়যন্ত্র চলছে আমাদেরকে সজাগ থাকতে হবে সকল ষড়যন্ত্রকে প্রতিহত করার জন্য প্রস্তুত থাকতে হবে।
এছাড়া আলোচনা সবাই উপস্থিত ছিলেন, আব্দুল আজিজ সেলিম , আরফান মিয়া মাষ্টার, ইব্রাহিম সরদার, ফারুক শেখ, যুবরাজ দেওয়ান, শেখ আব্দুল জলিল, সিজার ভূঁইয়া, শরিফ মৃধা, তৌফিকুজ্জামান, মনোয়ার ক্লার্ক সরকার, জাহাঙ্গীর আলম, সাব্বির মিয়া, আনোয়ার হোসেন, কাশেম মিয়া,দিদারুল আলম, মিথুন মাঝি, জসিম উদ্দিন।
আকবর খান, ফখরুল চৌধুরী, মিজানুর রহমান, রামীম দেওয়ান, মাসুদ রানা, পাবেল উদ্দিন
রাসেল মিয়া, আমানুর রহমান।
আব্দুল হক, আব্দুল আলিম, রাজিব, আপন, সবুজ লাকুরিয়া সহ আরো অনেকেই। অবশেষে ইফতার ও নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Array