পবিপ্রবি প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল এমবিএ প্রোগ্রামের জানুয়ারি টু জুন-২০২৫ এর ওরিয়েন্টেশন ও ইফতার মহফিল অনুষ্ঠিত হয়।
শনিবার (১৫ মার্চ) বিকাল ৫ টায় বরিশালস্থ নাজেম’স রেস্তোরাঁর সম্মেলনে কক্ষে প্রফেশনাল এমবিএ প্রোগ্রামের ডিরেক্টর প্রফেসর ড. হাছান উদ্দীনের সভাপতিত্বে ও ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ মুজাহিদুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান, ট্রেজারার অধ্যাপক আব্দুল লতিফ, ব্যাবসায় অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সুজাহাঙ্গীর কবির সরকার, ব্যাবসায় অনুষদের সাবেক ডিন অধ্যাপক বদিউজ্জামান, আরো উপস্থিত ছিলেন ব্যাবসায় প্রশাসন অনুষদের শিক্ষকবৃন্দ ও পিএমবিএ প্রোগ্রামের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
উল্লেখ্য পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের অধীনে ২০১৪ সালে প্রফেশনাল এমবিএ প্রোগ্রাম চালু হয়। বর্তমানে এ প্রোগ্রামটি সফলতার দশ বছর পেরিয়ে ১১ বছরে পদার্পন করেছে। ২০১৪ সালের জানুয়ারি মাস থেকে চালু হওয়া পবিপ্রবির প্রফেশনাল এমবিএ প্রোগ্রাম (যার পূর্বনাম-ইএমবিএ) থেকে এ পর্যন্ত ৪৪০ জন শিক্ষার্থী এমবিএ ডিগ্রি অর্জন করেছে। বর্তমানে প্রফেশনাল এমবিএ প্রোগ্রামে ১৫০ জন শিক্ষার্থী বিভিন্ন বর্ষে অধ্যয়নরত আছেন। এই প্রোগ্রাম এ ভর্তির যোগ্যতা কমপক্ষে স্নাতক ডিগ্রি অথবা স্নাতক ডিগ্রি তিন বছর বা কম হলে স্নাতকোত্তর প্রয়োজন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, ” পবিপ্রবি’র প্রফেশনাল এমবিএ প্রোগ্রাম কোয়ালিটি সম্পন্ন লিডারশিপ গঠনের একটি আকর্ষণীয় প্লাটফর্ম। প্রোগ্রামটি চাকরিজীবীদের দক্ষতা বৃদ্ধির জন্য কাজ করছে।”
Array