ভোলাহাট প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে আগুনে পুড়ে ভুস্মিভূত হয়ে গেছে পুরো বাড়ি। এতে ১১টি গবাদিপশু দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে ৯টি গরুই মারা গেছে।
শনিবার (৮ মার্চ) রাত পোনে ৯টার দিকে সদর ইউনিয়নের চামুসা গ্রামের মৃত জামালের ছেলে মো. কাওসারের বাড়িতে আগুন লাগে। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ভোলাহাট ফায়ার সার্ভিস।
স্থানীয়রা বলেন, আগুন লাগার সময় বাড়িতে কোনো মানুষ ছিল না। প্রতিবেশীরা আগুন দেখতে পেয়ে আগুন আগুন বলে চিৎকার করলে এলাকাবাসী ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করেন। বাড়ির মালিক কাউসার বলেন, ১১টি গবাদি পশুর মধ্যে ৭ টি গরু, ২ টি ছাগল, হাঁস মুরগি, নগদ টাকা, স্বর্ণালংকার, ৫০ মণ ধান এবং বাড়ির প্রয়োজনীয় সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
ভোলাহাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মোস্তফা আলী জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনা স্থানে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করি। আগুনে ৯টি গবাদিপশু পুড়ে মারা গেছে, ২টি গরু উদ্ধার করা হয়েছে।
Array