পবিপ্রবি প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের আয়োজনে ইফতার মহফিল অনুষ্ঠিত হয়েছে।
৭ মার্চ (শুক্রবার) বিশ্ববিদ্যালয়ের টিএসসির কনফারেন্স রুমে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ ইকতিয়ার উদ্দিন, ব্যাবসায় অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সুজাহাঙ্গীর কবির সরকার, ব্যাবসায় অনুষদের সাবেক ডিন অধ্যাপক বদিউজ্জামান, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ মুজাহিদুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক মোঃ মমিন উদ্দিন, সহযোগী অধ্যাপক মোঃ তারিকুল ইসলাম সহ ব্যাবসায় প্রশাসন অনুষদের শিক্ষক ও ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
এসময় অতিথিরা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের এমন আয়োজনের প্রশংসা করেন এবং মাহে রমজানের বিভিন্ন ফজিলত সম্পর্কে আলোচনা করেন।
Array