পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীতে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সমন্বয় সভা ও সৌহার্দ্য ইফতার অনুষ্ঠিত হয়েছে।
আন্তর্জাতিক দাতা সংস্থা এফসিডিও-এর অর্থায়নে এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর সহায়তায় সোমবার বিকেলে শহরের পাশা ট্রেনিং সেন্টারে এ আয়োজন করা হয়। ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট মজিবুর রহমান টোটনের সভাপতিত্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল কাদের।
এসময় ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উপপরিচালক দীপু হাফিজুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সাংবাদিক, পেশাজীবী, যুব সংগঠনের সদস্য ও ছাত্র প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, পটুয়াখালীর স্থানীয় সমস্যা এবং সমাধানের সাম্ভাব্য উপায় নিয়ে আলোচনা হয়। যার মধ্যে মেডিকেলের পরিচ্ছন্নতা এবং পৌর এলাকার বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।
আলোচনা সভা শেষে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা একসঙ্গে ইফতার করেন এবং ভবিষ্যতে রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখার অঙ্গীকার করেন।
Array