মোহাম্মাদ উল্লাহ সোহেল, ইউরোপ ব্যুরো প্রধান, ইতালিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল শহীদের স্মরণে ভেনিসে স্থানীয় একটি অডিটোরিয়ামে পুষ্পস্তবক অর্পণ করেন।
ভেনিস বাংলা স্কুল এর আয়োজনে স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ উল্লাহ্ সোহেল ও ফারজানা শহীদ এর প্রাণবন্ত উপস্থাপনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আহমেদ পূর্ণ। পরে বাংলাদেশের জাতীয় সংগীত ও ইতালিয়ান জাতীয় সংগীত পরিবেশন করা হয়। ভাষা শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
ভেনিস বাংলা স্কুল অনুষ্ঠানস্থলে অস্থায়ী শহীদ মিনার স্থাপন করেন।
অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন স্কুল কর্তৃপক্ষ, ভেনিস যুবদল এর নেতৃবৃন্দ, ভৈরব উপজেলা বিএনপির ভেনিস, ভেনিস সম্মিলিত নাগরিক কমিটি, ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালি, ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশন, স্কুলের ছাত্র-ছাত্রী অভিভাবক সহ আরো অনেকেই।
প্রধান শিক্ষিকা বলেন আমরা চাই আরো বাংলা স্কুল হোক আরো বেশি বেশি করে ছাত্রছাত্রী বাংলা শিক্ষা গ্রহণ করুক।
আলোচনা সভায় বক্তব্য রাখছেন রাজনৈতিক সামাজিক এবং আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ এবং ইতালিয়ান গন।
স্কুলের সভাপতি বলেন আপনার বাংলা স্কুলের সাথে আছেন বলেই আজকে বাংলাদেশ স্কুল এত দূর এসেছে আপনাদের সকলের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা।