স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মানা হয়নি জাতীয় পতাকা উত্তোলনের যথাযথ নিয়ম এমনকি বিদ্যালয়ে উল্লাস করতে দেখা যায় জনপ্রিয় হিন্দি গানের সাথে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সহ বিভিন্ন শোক দিবসে শহীদদের স্মরণে এবং শোক পালনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জাতীয় পতাকা অর্ধনমিত করে রাখার সরকারি নির্দেশনা থাকলেও তা মানেননি উপজেলার ধরনীবাড়ি ইউনিয়নে অবস্থিত মাঝবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বজরা ইউনিয়নের পূর্ব কালপানি বজরা ব্যাপারি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এদিকে, তদারকির অভাবে জাতীয় এসব দিবসে রাষ্ট্রীয় নির্দেশনা উপেক্ষা করার উদাসীনতা দেখা দিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট ক্লাস্টারের।
ঐদিন ২১শে ফেব্রুয়ারি (শুক্রবার) সরজমিনে মাঝবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে সাউন্ড বক্সে দেশাত্মবোধক গান বা শহীদের স্মৃতি বিজড়িত গান বাজানোর পরিবর্তে হিন্দি গানের সাথে শিক্ষার্থীদের উল্লাস করতে দেখা যায় এবং জাতীয় পতাকা অর্ধনমিত করার নিয়ম থাকলেও তা পুরো উত্তোলন করে রাখা হয়েছে।
পূর্ব কালপানি বজরা ব্যাপারি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১১ টার দিকে গেলে দেখা যায় জাতীয় পতাকা পুরো উত্তোলন করে রেখে একটি বেসরকারি সংস্থার ব্যানারে শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হচ্ছে।
উক্ত বিষয়ে মাঝবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুল হককে ফোন দিলে তিনি প্রতিবেদককে বলেন, আপনি বিদ্যালয়ে থাকেন আমি আসতেছি বলে ফোন কেটে দেন। পরে ওনি এসেই উপস্থিত গণমাধ্যম কর্মীদের উপর আক্রমনাক্তক কথা ও লাঞ্চিত করেন। এবং শুক্রবার কেনো গণমাধ্যম কর্মী বিদ্যালয়ে আসবে সে বিষয়েও বিভিন্ন প্রশ্ন তোলেন।
এসব বিষয়ে সংশ্লিষ্ট ক্লাস্টারের দায়িত্বে থাকা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ফরহাদ হোসেন এর মুঠোফোনে কয়েকবার যোগাযোগ করা হলেও তার কোন সাড়া পাওয়া যায়নি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস ফাতিমা তোকদার বলেন, বিষয়টি দেখার জন্য সংশ্লিষ্ট ক্লাস্টারের দায়িত্বে থাকা ফরহাদ হোসেনকে বলা হয়েছে।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা বলেন, সকল শিক্ষা প্রতিষ্ঠানে দিবস টি যথাযথ নিয়মে পালনের নির্দেশনা দেওয়া হলেও কেন তা মানা হয়নি বিষয়টা দেখার জন্য প্রাথমিক শিক্ষা অফিসার কে বলা হয়েছে।
Array