ওসমানীনগর প্রতিনিধি::
বিএনপির চেয়াররপার্সনের উপদেষ্টা ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, গত ১৭ বছর শুধু রাজনৈতিক নেতা-কর্মীরা নির্যাতিত হননি সাংবাদিকরাও হয়েছেন। বিশেষ করে আওয়ামীলীগের আমলে সাগর-রুনিকে হত্যা করা হয়েছে। কিন্তু সেই হত্যাকান্ডের বিচার এখনও হয়নি। বিগত দিনে সাংবাদিকদের ব্যাবহার করে তারা সত্যকে মিথ্যা বানিয়ে প্রচার করেছে । জাতীয় থেকে শুরু করে স্থানীয় পর্যায়ের সাংবাদিকরা তখন স্বাধীনভাবে লিখতে পারে নি। সাংবাদিকদের বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে সত্য ঘটনাগুলো তুলে ধরতে দেওয়া হয়নি। সাংবাদিকগণ সব সময় জনগণের পক্ষে থাকবেন, সঠিক তথ্য তুলে ধরবেন এটাই আমাদের প্রত্যাশা । আমরা আশাকরি আপনাদের লিখুনির মাধ্যমেই আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে।
গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
ইলিয়াসপত্নী লুনা বলেন,সিলেটের কোটি মানুষের নেতা আপনাদের সবার প্রিয় এম ইলিয়াস আলী যখন নিখোঁজ হন তখন সাংবাদিকরা অনেক ঝুঁকি নিয়ে আমাদেরকে সহযোগিতা করেছিলেন। আমাদের বাড়ী-ঘরে হামলা করা হয়েছিল, তখন আমরা পুলিশ ও প্রশাসনের সহযোগিতা পাইনি। কিন্তু সাংবাদিকরা অনেক ঝুকি নিয়ে আমাদের পাশে ছিলেন। আমরা আশাকরি আগামীতে একটি সুষ্ট নির্বাচন হবে এবং সেই নির্বাচনে এই এলাকার জনগণ সিলেট-২(বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে একজন যোগ্য প্রার্থী নির্বাচিত করবে।
পরে বেলা সাড়ে ১২ টার দিকে গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন এবং গোয়ালাবাজারে স্থানীয় জনগণের মাঝে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য বিএনপির ৩১ দফা দাবিতে প্রচারপত্র বিতরণ করেন বিএনপির চেয়াররপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা ।
এসময় উপস্থিত ছিলেন, ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ মিছবাহ, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, আব্দুল জমির, গোয়ালাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মানিক, ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহিন মিয়া, সাবেক চেয়ারম্যান সৈয়দ কওছর আহমদ, সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, উপজেলা যুব দলের আহ্বায়ক ফজল আহমদ জনি, গোয়ালাবাজার ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মন্নান বক্স, সাধারণ সম্পাদক সোহেল আহমদ, বিএনপি নেতা কামরুল ইসলাম,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রকিব আলী, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক লুকমান আহমেদ,যুবদলের সভাপতি শামিম আহমেদ সাহিন,সাধারণ সম্পাদক খালেদ আহমেদ,যুবদল নেতা আমির আলী,ওয়েছ আহমেদ,গোয়ালাবাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল আহমদ, যুগ্ম আহ্বায়ক সাহিদ মিয়া ও ফয়জুল হক
Array