পবিপ্রবি প্রতিনিধিঃ জলবায়ু পরিবর্তনে শিশু ও মেয়েদের উপর মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব নিয়ে সেশনের আয়োজন করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) একদল তরুণ শিক্ষার্থী।
১৬ ফেব্রুয়ারি(রবিবার) এই সেশনের আয়োজন করা হয়। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে মানসিক স্বাস্থ্যের অনেক প্রভাব পড়ে, বিশেষ করে এই প্রভাবটি আরো বেশী দেখা যায় শিশু এবং মেয়েদের। দুমকি নাসিমা কেরামত আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এই সেশন এর আয়োজন করা হয়। উক্ত সেশনে সার্বিক সহযোগিতায় ছিল স্কুল অফ আর্থ এন্ড এনভাইরনমেন্ট (এসইই)।
সেশনের প্রথম দিকে জলবায়ুর পরিবর্তন, এর ঝুঁকি এবং প্রতিকারের উপায় নিয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা করা হয়। এরপর একটি কুইজ প্রতিযোগিতার ব্যবস্থা করা হয় এবং প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয় সংগঠনের সদস্যরা।
অনুষ্ঠানের শেষের দিকে এসইই ক্লাইমেটএরার পরিবেশবান্ধব কলমগুলো শিক্ষার্থীদের মাঝে বিতরণ করে। উল্লেখ্য যে, ক্লাইমেটএরা ব্র্যাকের ‘আমরা নতুন নেটওয়ার্ক বরিশাল কো-হোর্ট জুলাই-২০২৪’ এর অ্যালামনাইদের একটা প্রজেক্ট।
Array