ওসমানীনগর প্রতিনিধি::
সিলেটের ওসমানীনগরে অসুস্থ গরু বিনা অনুমতিতে জবাই করে বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২৫ হাজার টাকা জরিমান করা হয়েছে। শনিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সাড়ে ৯টার দিকে উপজেলার গোয়ালাবাজারে ভাই ভাই মিট হাউসে এ জরিমানা করেন।
জানা যায়, রাত ৮টার দিকে ভাই ভাই মিট হাউসের কর্মচারী জাহিদুল জবাইকৃত একটি গরু সাটার খোলে দোকানে ঢুকালে আশ পাশের লোকজনের মধ্যে কৌতূহল দেখা দেয়। বিষয়টি স্থানীয়রা পুলিশ প্রশাসনে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে জিজ্ঞাসাবাদ করে। পুলিশের জিজ্ঞাসাবাদে দোকানের কর্মচারী জানায়, সে গদিয়ারচর গ্রাম থেকে পা ভাঙ্গা একটি দেশিয় গরু ২১হাজার ৫শ টাকা দিয়ে কিনে সেখানে জবাই করে দোকানে নিয়ে এসেছে।
বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার কানে গেলে তিনি ঘটনাস্থলে এসে পশু চিকিৎসককে না দেখিয়ে এবং রাতে গরু দোকানে ঢুকানোর অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা করেন। এবং গরুটির মাংস উদ্ধার করে ধব্সং করেন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, গরুটি অসুস্থ এবং প্রশাসনের অনুমতি না নিয়ে জবাই করে মাংস বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রশাসন ২৫ হাজার টাকা জরিমানা করেছে।
Array