ওসমানীনগর প্রতিনিধি::
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, আওয়ামী লীগ গত ১৭ বছরে শুধুই লুটপাট করেছে, লুটপাটের টাকা বিদেশে পাচার করেছে। রাস্তাঘাটের কোনো উন্নয়ন করেনি। তারা ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য আপনাদের প্রিয় নেতা এম ইলিয়াস আলীকে গুম করেছিল। ইলিয়াস আলীকে তারা ভয় পেত। কারণ, ইলিয়াস আলী এদেশের মানুষের গনতন্ত্রের কথা বলতেন, ফ্যাসিস্ট হাসিনার সব অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে ইলিয়াস আলী সব সময় প্রতিবাদী ছিলেন।
গতকাল রবিবার দুপুর ১ টার দিকে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের উদ্যোগে সিলেটের বালাগঞ্জের এম এ খান অডিটোরিয়ামে ফ্রি চক্ষুশিবির উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তাহসিনা রুশদীর লুনা বলেন, বিএনপি হচ্ছে জনগণের সঙ্গে সম্পৃক্ত একটি দল। বিএনপি সব সময় জনগণের কথা চিন্তা করে। সমাজে অনেক মানুষ রয়েছে যারা টাকার অভাবে অথবা দূরবর্তী স্থানে গিয়ে চিকিৎসা করাতে পারেন না। আজ এই ফ্রি চক্ষুশিবির তাদের অনেক উপকারে আসবে। এই মহতি উদ্যোগের জন্য আমি এম এ মালিক ভাইকে ধন্যবাদ জানাই।
বিএনপি নেতা জাকির হোসেন ও মাসুক মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালাগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ জামাল আহমদ খলকু।
Array

 
  
  
                            
                         
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                            
