পটুয়াখালী জেলা প্রতিনিধি :
“বাঁচাও নদী, বাঁচাও দেশ”—এই স্লোগানকে সামনে রেখে লেবুখালী নদীর পানি ও পরিবেশ দূষণ রোধে মানববন্ধন ও সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) বিকেল ৪ টায় ধূমকেতু ইয়ুথ ফাউন্ডেশন এবং স্কুল অব আর্থ এন্ড ইনভায়রনমেন্টের উদ্যোগে পটুয়াখালী জেলার দুমকী উপজেলার লেবুখালী নদীর তীরে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় পরিবেশকর্মী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা নদীর চারপাশের পরিবেশ রক্ষা, আবর্জনা না ফেলা এবং দূষণমুক্ত রাখার প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিত করেন ও লেবুখালী নদী একসময় স্বচ্ছ জলধারায় প্রবাহিত হতো, কিন্তু বর্তমানে প্লাস্টিক, শিল্পবর্জ্য ও গৃহস্থালি আবর্জনার কারণে দূষণের শিকার হচ্ছে। এর ফলে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে এবং নদী হারাচ্ছে তার স্বাভাবিক প্রবাহ।
কর্মসূচিতে স্থানীয়দের সচেতন করতে লিফলেট বিতরণ করা হয় এবং নদী রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
আয়োজক সংগঠনগুলো ভবিষ্যতে আরও বড় পরিসরে সচেতনতামূলক কার্যক্রম চালানোর প্রতিশ্রুতি দেয়।
এ সময় উপস্থিত সকলে নদী রক্ষায় ব্যক্তিগত ও সামাজিকভাবে দায়িত্ব পালনের অঙ্গীকার করেন, যাতে লেবুখালী নদী আগামীর প্রজন্মের জন্য দূষণমুক্ত ও প্রাণবন্ত হয়ে থাকে।
Array