চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
জীবনের ঝুঁকি নিয়েই চলাফেরা করছেন কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের মাটিয়াল আদর্শ বাজার ও বাহারের ঘাটের হাজারো মানুষ। মাটিয়াল আদর্শ বাজার থেকে বাহারেরঘাট পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তার খুবই বেহাল দশা। পর্যটন এলাকা বাহারের ঘাটে যাওয়ার একমাত্র রাস্তা এটি।
বাহারের ঘাট একটি পর্যটন এলাকা হওয়ায় আশেপাশের প্রায় ২০ থেকে ৩০ টি গ্রামের মানুষের চলাচল এই রাস্তায়। কয়েক দশক থেকেই তীব্র সংকটে চলাফেরা করেন এই এলাকার মানুষজন। এম্বুলেন্স ফায়ার সার্ভিস এর মত জরুরী সেবা তো দূরের কথা হেটে পার হতে গেলেও হাঁটু পরিমাণ কাদা। রাস্তায় বড় বড় গর্ত থাকায় জীবন হাতের মুঠোয় নিয়ে চলাফেরা করেন বিভিন্ন যানবাহন ও মানুষ। স্থানীয় জনপ্রতিনিধিরা সহ সংসদ সদস্যরাও কথা দিয়ে রাখেননি একাধিকবার। রাস্তাটি সংস্কার হলে আশেপাশের মানুষের অর্থনৈতিক উন্নয়ন ঘটতো বলছেন স্থানীয়রা।
এদিকে, মাটিয়াল হাই স্কুল ও মাটিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসার একমাত্র রাস্তা এটি। শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসতে পারি দিতে হয় হাঁটু পরিমাণ কাদা। বর্ষাকালে অনেক শিক্ষার্থী আসতে পারেন না বিদ্যালয়ে।
এ বিষয়ে তবকপুর ইউপি চেয়ারম্যান মোঃ মোখলেছুর রহমান বলেন, রাস্তাটি পাকা করন করার জন্য আমি জাইকা (জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা) প্রকল্পে ধরিয়েছি রাস্তা টি পাকা করা জরুরী প্রয়োজন। খুব দ্রুত কাজ করতে গেলে এলজিইডি উপজেলা প্রকৌশলী মহোদয়ের সাথে যোগাযোগ করে তালিকায় দিলে জরুরী হতে পারে। আমি ইতি পূর্বে তালিকায় উঠিয়ে দিয়াছি।
উপজেলা প্রকৌশলী প্রদীপ কুমার বলেন ( এলজিইডি ) এটা প্রকল্পে আছে, অনুমোদন পেলে বাস্তবয়ন করা হবে।
উলিপুর উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা বলেন, খুব দ্রুতই রাস্তাটির কাজ শুরু করা হবে।
Array