ওসমানীনগর প্রতিনিধি:
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও সিলেট -২ আসনের সাবেক সংসদ সদস্য নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, দীর্ঘ ১৭বছর ফ্যাসিস্টরা দেশ পরিচালনা করেছে। তারা দেশের মানুষকে গুম-খুনসহ বিভিন্নভাবে অত্যাচার জুলুম করেছে। আমাদের নেতা কর্মীদের রাস্তায় দাঁড়াতে দেয়নি। জুলাই বিপ্লবের মাধ্যমে হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে,তার নেতারা পালিয়েছে। হাসিনা ১/১১এর সময়েও পালিয়েছিল। আমাদের নেত্রী পালাননি। আমাদের সামনের দিনগুলোতে সেভাবে কাজ করতে হবে, যাতে দেশ থেকে পালানো লাগেনা।
গতকাল শনিবার বিকাল ৫টার দিকে উছমানপুর ঈদগাহ মার্কেটে উছমানপুর ইউপি’র ১ও২ নং ওয়ার্ড বিএনপি’র যৌথ কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
তিনি অর্ন্তবর্তিকালিন সরকারকে উদ্দেশ্য করে বলেন,অর্ন্তবর্তিকালিন সরকারকে আমরা সমর্থন দিয়েছি। তারা সংস্কার করবে, তারা নির্বাচন নিয়ে কথা বলছে না। প্রয়োজনীয় সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে অর্ন্তবর্তিকালীন সরকারকে ক্ষমতা ছাড়তে হবে। নির্বাচন তাদের দিতেই হবে। এভাবে দেশ চলতে পারে না।
উছমানপুর ইউপি বিএনপির সভাপতি হারুনুর রশীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মতিন এবং সাংগঠনিক সম্পাদক ওলিউর রহমান খান মিঠুর’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ওসমানীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন, সাবেক সভাপতি সৈয়দ মতাহির আলী, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, উপজেলা যুবদলের সভাপতি ফজল আহমদ জনি, যুক্তরাস্ট্র যুবদল নেতা সৈয়দ এনাম আহমদ, শাহবাজ আহমদ। উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সহ সম্পাদক ইসলাম উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আকিক চৌধুরী, ছালিকুর রহমান, আবুল কালাম, নুরুল ইসলাম রেজন, সদস্য আব্দুল গফুর প্রমূখ।
Array