• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নজরুল বিশ্ববিদ্যালয়ে ২য় প্রশাসনিক ভবন ও কর্মচারী কোয়ার্টার উদ্বোধন 

     অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক 
    23rd Jan 2025 4:47 pm  |  অনলাইন সংস্করণ

    জাককানইবি প্রতিনিধি

    জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত দ্বিতীয় প্রশাসনিক ভবন ও কর্মচারী কোয়ার্টার ‘বন্ধন’ এর শুভ উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

    বৃহস্পতিবার (বৃহস্পতিবার) সকালে ভবন দুইটির উদ্বোধন করা হয়।

    উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, ‘ভবন দুইটি উদ্বোধনের মাধ্যমে দীর্ঘদিনের জায়গা ও আবাসন সংকট অনেকাংশে পূরণ করা সম্ভব হলো। দ্বিতীয় প্রশাসনিক ভবন চালুর ফলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সকল ধরণের কাজে গতিশীলতা অনেক বৃদ্ধি পাবে বলে আমি আশা করছি। এছাড়া কর্মচারীদের কোয়ার্টার বন্ধন চালুর মাধ্যমে ২২ জন কর্মচারীর পরিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থেকে বিশ্ববিদ্যালয়কে আরও ভালো সার্ভিস দিতে পারবে বলে আমি আশা করছি।’

    উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী , কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এইচ এম কামাল, ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাখাওয়াত হোসেন সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. তপন কুমার সরকার, আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) মো. আশরাফুল আলম, পরিবহণ প্রশাসক প্রফেসর ড. আহমেদ শাকিল হাসমী, হলের প্রভোস্ট, বিভাগীয় ও দপ্তর প্রধানগণসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

    প্রশাসনিক ভবন উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের কেয়ারটেকার মো. শহীদ উল্লাহ এবং ‘বন্ধন’ উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন সহকারী রেজিস্ট্রার (আইন) মুহাম্মদ মাহবুবুর রহমান।

    উল্লেখ্য, পাঁচতলা ভীতের উপর পাঁচতলা বিশিষ্ট নবনির্মিত প্রশাসনিক ভবনের প্রতিটি ফ্লোর ৬,০৮৮ বর্গফুট করে মোট ৩০,৪৪০ বর্গফুট বিশিষ্ট একটি দৃষ্টিনন্দন  ভবন। ছয়তলা ভীতের উপর ছয়তলা বিশিষ্ট কর্মচারী কোয়ার্টারে প্রতি ফ্লোরে ৪টি করে ইউনিট রয়েছে তবে একটি ফ্লোরে দুইটি ইউনিট মিলে একটি হল রুম করা হয়েছে। প্রতিটি ইউনিট ৭০০ বর্গফুট করে সর্বমোট ১৬,৮১৮ বর্গফুট বিশিষ্ট ভবন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ভৌত অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় এই দুই ভবনের কাজ সম্পন্ন করা হয়।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2025
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031